X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৬, ১৬:৩৩আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৬:৪০





মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশ একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে।  রাষ্ট্র একটি দলের তল্পিবাহক হয়ে কাজ করছে। সর্বত্রই গুম-খুন হচ্ছে। পৃথিবীর চোখের সামনে একের পর এক এসব ঘটনা ঘটছে। কিন্তু বিশ্ব বিবেক নীরব। বুধবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ‘বিগত আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী ও বাকশালি পুলিশ কর্তৃক খুন, গুম ও নিগ্রহের শিকার পরিবারকে আর্থিক সহয়তা প্রদান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের মোড়ক দিয়ে সরকার এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারাদেশে বিরোধী দলের লাখ-লাখ নেতাকর্মীর নামে হাজার-হাজার মামলা দিয়ে নির্যাতন করছে সরকার। তারা মনে করে বিএনপিকে ধ্বংস করতে পারলেই প্রতিবাদ করার মতো আর কেউ থাকবে না। সহজেই এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করা যাবে।  
বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদী সরকার ২০১০ সাল থেকে হত্যাকাণ্ড শুরু করে। সরকারের হত্যা কাণ্ডের শিকার হয়েছেন এক হাজারের বেশি, গুম হয়েছে পাঁচ শতাধিক নেতাকর্মী। তাদের পরিবারের পাশে আমাদের দাঁড়াতে হবে। গুম-খুন মানুষের পাশে দাঁড়ানো খুব কষ্ট হবে না। আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তাদের পাশে দাঁড়ানোর জন্য কয়েকটি সেল গঠন করা হয়েছে। সবাই চাইলে সেখানে সহায়তা করতে পারবেন।
গুম খুন, পত্রিকা বন্ধ করে সদম্যার সমাধান করা যাবে না বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উগ্রবাদ- জঙ্গিবাদ সমস্যা সমাধানে বিএনপি চেয়ারপারসন নিঃস্বার্থভাবে জাতীয় ঐক্যর ডাক দিয়েছেন। সরকার তাতে কর্ণপাত না করে প্রত্যাখ্যান করেছে। তারা জানে কোনও জাতীয়  ঐক্য হলে তারা সেখান থেকে সুবিধা নিতে পারবে না। তারা সব কিছুকে রাজনৈতিকভাবে দেখে। রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে জঙ্গিবাদ বন্ধ হবে না। সবাইকে মিলে জাতীয় ঐক্য গঠন করে উগ্রবাদ- জঙ্গিবাদ প্রতিরোধ করতে হবে। 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীল বলেন, আমাদের আন্দোলন চলছে। সত্য  ও সুন্দরের আন্দোলন কোনও দিন ব্যর্থ হয়নি। আমাদের এ আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়। এ আন্দোলন গণতন্ত্র ফিরিয়ে আনা ও মানুষের অধিকার রক্ষার আন্দোলন। আমাদের আন্দোলন সফল হবেই। 

অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী হেল্পসেল। সংগঠনের সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার বেলাল হোসেনের সভাপতিত্বে আর্থিক সহয়তা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আইন-বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সহ-সভাপতি মাসুদ খান পারভেজ প্রমুখ।

এ সময়ে গুম, খুন হওয়া ৫টি পরিবারকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়। পরিবারগুলো হলো সুত্রাপুর থানা ছাত্রদলের সভাপতি সেলিম রেজা পিন্টু, ঢাকা মহানগর ৭১নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মো. চঞ্চল, বরিশাল মহানগরের ২০ নং ওয়ার্ডের সভাপতি ফিরোজ খান কালু, নিলফামারীর সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের  ছাত্রদলের  সাধারণ সম্পাদক নেতা গোলাম রাব্বানী, মিরপুর বাংলা কলেজ ছাত্রদল নেতা মো. আকরাম।

/এসটিএস/এমএনএইচ/


 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা