X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ করতে হবে: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৬, ২৩:৩০আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ২৩:৩৬

খেলাফত মজলিস রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ করার দাবি জানিয়েছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল খেলাফত মজলিস। দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘জনমত ও পরিবেশবিদদের আপত্তির পরেও সরকার সুন্দরবন ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। এটি জনবিচ্ছিন্ন কর্তৃত্ববাদী মানসিকতার বহির্প্রকাশ।’
বুধবার বিকালে পল্টনে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির চেষ্টা এবং রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে আগামী ২৭ আগস্ট শনিবার দেশব্যাপী প্রতিবাদ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় আবদুল কাদের আরও বলেন, ‘পরিবেশবিদদের অভিমত হচ্ছে, রামপালে ১৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে এখান থেকে নিয়মিত লাখ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ও ফ্লাই অ্যাশ (ছাই) উৎপন্ন হবে। এতে সুন্দরবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে। সুন্দরবনের জীববৈচিত্র বিনষ্ট হবে। এ প্রকল্পে ১৫ ভাগ অর্থ বিনিয়োগ করে ৫০ ভাগ লাভ পাবে ভারতের সরকারি কোম্পানি (ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পনি- এনটিপিসি)।'

এ প্রকল্প বাংলাদেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, ‘এ প্রকল্পে বাংলাদেশের লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি। পরিবেশের কথা বিবেচনা করে খোদ ভারতই এই কোম্পানির একই প্রকল্প প্রস্তাব নিজ দেশে প্রত্যাক্ষাণ করেছে। সুতরাং বাংলাদেশের জন্য অলাভজনক এবং পরিবেশ বিশেষ করে সুন্দরবনের জন্য ক্ষতিকর এই প্রকল্প নির্মাণ বন্ধ করতে হবে।’

বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক এমকে জামান, শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিউল আলম, অধ্যাপক মো. আবদুল জলিল, মাওলানা আজিজুল হক প্রমুখ।

/সিএ/এনএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ