X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘সরকার বাংলাদেশকে জঙ্গিবাদী হিসেবে পরিচয় করাতে চায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৬, ১৬:১২আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৬:১২

সেলিমা রহমান বাংলাদেশকে এই সরকার বিশ্বে একটি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দীপায়ন কালচারাল অরগানাইজেশন আয়োজিত ‘আন্তর্জাতিক মিডিয়া, সাংস্কৃতিক আগ্রাসন এবং জাতীয় মূল্যবোধ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ অভিযোগ করেন।

সেলিমা রহমান বলেন, জঙ্গিবাদ নিয়ে সরকারের কোনও বক্তব্যই স্পষ্ট নয়। বরং এই সরকার দেশটাকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে চায়।তাই আমি বলতে চায়, বাংলাদেশে কোনও জঙ্গি নেই।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার বিএনপির নেতা-কর্মীদের  ধরে নিয়ে জঙ্গি বানানোর চেষ্টা করছে। এমনকি তারা আমাদের লোকদের একের পর এক মামলা দিচ্ছে।

আওয়ামী লীগ সরকারের ক্ষমতা এবং নির্বাচন প্রসঙ্গে সেলিমা রহমান বলেন, আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন চায়। আর সে নির্বাচনে যদি আওয়ামী লীগ জয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে আমাদের কোনও দুঃখ থাকবে না।

ক্ষমতাশালীদের দুর্নীতির চিত্র তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, এই সরকারের প্রতিটি খাতই দুর্নীতিতে ভরে গেছে। তবে দুর্নীতির মাধ্যমে কখনই একটি দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হয় না।

দেশের তরুণ সমাজ আজ ধ্বংসের মুখে উল্লেখ করে বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত ছিল, তবে বর্তমানে এইচএসসির ফলাফলে দেখা যাচ্ছে যে, গত বছরের তুলনায় এবারের ফলাফল অনেক খারাপ। তবে বিগত বছরগুলোতে শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছিল, আর এখন হঠাৎ করে কেন এ অবস্থা, তা আজ বড় প্রশ্ন।

জলবায়ু বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন, বিএনপির নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, অধাপক সুকোমল বড়ুয়া, ব্যারিস্টার পারভেজ আহমেদ প্রমুখ।

/এসআইএস/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী