X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিএনপির নতুন কমিটি থেকে সঞ্জিব, শিরীন ও পাপিয়ার পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৩৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৩৭

বিএনপির নতুন কমিটি থেকে আরও তিন নেতার পদত্যাগ বিএনপির নতুন কমিটি থেকে আরও তিনজন  নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে। এই তিনজন হলেন, উপদেষ্টা সাংবাদিক সঞ্জিব চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা এবং মানবাধিকার-বিষয়ক সহসম্পাদক ও চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।

বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পদত্যাগপত্র পাঠান সঞ্জিব চৌধুরী। আর সোমবার দিবাগত রাতে পদত্যাগপত্র পাঠান শিরীন ও পাপিয়া। এর মধ্যে পাপিয়া উভয় পদ ও শিরীন কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত  ও  শারীরিক  কারণ  দেখিয়ে  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার পদ থেকে অব্যাহতি চেয়েছেন সাংবাদিক সঞ্জিব চৌধুরী।

শিরীন সুলতানা জানান, এক  নেতার একাধিক পদ না থাকার বিষয়ে বিএনপির  সর্বোচ্চ  পর্যায়  থেকে সিদ্ধান্ত নেওয়ার পর মহিলা দলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শিরীন সুলতানা বলেন, ‘আমি স্বনির্ভর বিষয়ে কিছুই বুঝি না। সেজন্য এই পদ থেকে পদত্যাগ করছি। এক ব্যক্তি এক পদ- নীতিতে আমি মহিলাদলের সাধারণ সম্পাদক পদেই থাকতে চাই।’

পাপিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যপারে জানতে চেয়ে বিএনপির দফতরে যোগাযোগ করা হলে দুজন দায়িত্বশীল বিষয়টি জেনেছেন বলে জানান। তবে তারা নিজের পরিচয় প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি তারা।

এর আগে কমিটি ঘোষণার দিনই বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ পেয়েও তা থেকে পদত্যাগ করেন এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু।এরপর পদত্যাগ করেন মাগুরা-২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল।   

/এসটিএস/এএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী