X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খাদ্য ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৫

সোমবার দলীয় কার্যালয়ে সংবাদসম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ

আদালত অবমাননা ও শপথ ভঙ্গের দায়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পদত্যাগ দাবি করেছে বিএনপি। সোমবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদসম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য দলের পক্ষে মওদুদ আহমদ এ দাবি জানান।

মওদুদ আহমদ বলেন, গত ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রীকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়ার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন।

প্রধান বিচারপতি নেতৃত্বে আট সদস্যের বেঞ্চ ৫৪ পৃষ্ঠার রায়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সাজা দেওয়ার ক্ষেত্রে একমত হয়েছেন। দুই মন্ত্রীর প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল প্রদান করেন। দুই মন্ত্রী সংবিধান রক্ষার শপথ ভঙ্গ করেছেন বলে মত দেন প্রধান বিচারপতিসহ সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা।

আদালত জানান, তারা (দুই মন্ত্রী) রায় প্রদানের প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন এবং সংবিধানে প্রদত্ত ব্যবস্থার লঙ্ঘন করেছেন।

মওদুদ আহমদ বলেন, এই পরিস্থিতি জাতির জন্য এক ভয়ানক জাতীয় ও সাংবিধানিক সংকট সৃষ্টি করেছে। ১৬ কোটি মানুষের ভাগ্য আজ আদালত অবমাননা মামলায় সাজাপ্রাপ্ত দুই মন্ত্রীর হাতে বন্দি। সাজাপ্রাপ্ত মন্ত্রীরা জনগণের প্রতিনিধিত্ব করছেন। দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির পক্ষ থেকে আমরা অনতিবিলম্বে দুই মন্ত্রীর পদত্যাগ দাবি করছি। সেই সাথে ২৭ মার্চ থেকে এই দুই মন্ত্রীর স্বাক্ষরিত সব আদেশ বাতিল ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। আর তা না হলে গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়তে পারে।

মওদুদ বলেন, the public servants (Dismissal On Conviction) Ordnance, 1985-এর ধারা ৩(১) অনুযায়ী রায় ঘোষণার তারিখ থেকে তারা পদচ্যুত হবেন। কারণ, কোনও পাবলিক সার্ভেন্ট আদালতে ফৌজদারি মামলায় ১০ হাজার টাকার বেশি জরিমানা করা হলে তিনি আর স্বপদে বহাল থাকতে পারবেন না। মন্ত্রীরাও পাবলিক সার্ভেন্ট বলেও জানান মওদুদ।

ভারতের উদাহরণ দিয়ে মওদুদ আহমদ বলেন, ভারতের সুপ্রিম কোর্ট ২০১৬ সালের ১২ মে মহারাষ্ট্র প্রদেশের পরিবহনমন্ত্রী স্বরূপ সিং নায়েককে আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত করেন এবং সাথে সাথে সেই পরিবহনমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানী ২০১২ সালে ২৬ এপ্রিল পাকিস্তানের সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলায় ৩০ সেকেণ্ডের প্রতীকী জেল প্রদান করেন। ২৪ এপ্রিল পাকিস্তানের পিপলস পার্টির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা ফৌজদারি আদালত অবমাননা সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হলে তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রীর পদই নয়, সংসদ সদস্যের পদ থেকেও পদত্যাগে বাধ্য হন।

মন্ত্রীদের পদত্যাগের দাবি পক্ষে যুক্তি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সাজাপ্রাপ্ত মন্ত্রী দিয়ে মন্ত্রিপরিষদ চালানো হলে আইনের শাসন বাধাগ্রস্ত হবে এবং বিচার বিভাগের মান ক্ষুণ্ন হবে।
/সিএ/এবি/

আরও 

দুদকের মামলায় উপসচিব কারাগারে

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!