X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হান্নান শাহ’র শারীরিক অবস্থার অবনতি, সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১৩

হান্নান শাহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র শারীরিক অবস্থার অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, সিঙ্গাপুরে যাওয়ার কিছু নিয়ম-কানুন রয়েছে, সেগুলো সমাধান হলেই তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। সে মোতাবেক প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত মঙ্গলবার গুরুতর অসুস্থ অবস্থায় হান্নান শাহকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে আইসিউতে তাকে লাইফসাপোর্টে রাখা হয়। বৃহস্পতিবার শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু শুক্রবার তার অবস্থার অবনতি হলে ফের তাকে লাইফসাপোর্টে রাখা হয়।
হান্নান শাহের বড় ছেলে শাহ রেজাউল হান্নান জানান, সিএমইচের ডাক্তাররা বোর্ড মিটিং করে বলেছেন তার শারিরীক অবস্থা আরও অবনতি হয়েছে। তার হার্ট ভালভাবে কাজ করছে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাবের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, গত দু দিন আগে হান্নান শাহর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও গতকাল থেকে আবার হার্টে সমস্য দেখা দিয়েছে। তার বর্তমান শারীরিক অবস্থায় এনজিওগ্রাম বা এনজিওপ্লাস্ট করা কঠিন। তাই পরিবারের সিদ্ধান্ত মোতাবেক তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা চলছে।

এদিকে গতকালও হান্নান শাহ’র খবর নিতে হাসপাতালে গিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদসহ কেন্দ্রীয় ও গাজীপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বদা তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখছেন।



/এসটিএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!