X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘আ. লীগের মধ্যে সুবিধাবাদীদের চিহ্নিত করতে হবে’

তানভীর আহমেদ, লন্ডন
১৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫৯

বক্তব্য রাখছেন ডা. দীপু মনি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, দলের মধ্যে যারা সুবিধাবাদী রয়েছেন, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে কথা বলতে হবে এবং তাদেরকে চিহ্নিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে যাত্রা বিরতিকালে,তার সঙ্গে সাক্ষাৎ না পাওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট অসন্তোষের জবাবে দীপু মনি এ কথা বলেন।

শুক্রবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে ডাকা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দীপু মনি। দলের যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে প্রশ্নোত্তর পর্বে এসেক্স আওয়ামী লীগের প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাজ্যে বিএনপি শক্তিশালী হওয়ার কারণ হচ্ছে, যারা বর্তমানে আওয়ামী লীগের কর্মী তাদের কোনও ব্যাকগ্রাউন্ড নাই। দু’বছর আগেও যুক্তরাজ্যে বিএনপির তেমন কোনও অস্তিত্ব ছিল না। ৭/৮ জন লোক জোর করে আওয়ামী লীগের নেতৃত্ব ছিনিয়ে নেন। নেত্রী যখনই আসেন তারা সামনে চলে আসেন। তারাই ফটোসেশনে ব্যস্ত হয়ে পড়েন। যারা তৃণমূলের কর্মী, যারা আওয়ামী লীগের পেছনে সময়, অর্থ, শ্রম সবকিছু দেন,তাদের কোনও মূল্যায়ন হয় না।’

তিনি বলেন, ‘এই ৭/৮ জন মিলেই জোর করে যুক্তরাজ্য আওয়ামী লীগ পরিচালনার  চেষ্টা করায় আজকে যুক্তরাজ্য বিএনপিতে এতো লোক সমাগম হয়েছে (প্রধানমন্ত্রীর প্রতিবাদ সমাবেশে বিএনপির লোক সমাগম প্রসঙ্গে)। এসব কারণে আওয়ামী লীগের ত্যাগী নেতারা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে।’

যারা মনে প্রাণে আওয়ামী লীগ করেন,  যাদের পরিবারের সদস্যরা বিএনপি-জামায়াতের সংশ্লিষ্ট নন, তাদেরকে আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে সুযোগ দেওয়ার পরামর্শ দেন দলের এই প্রবীণ নেতা।

প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে যাত্রা বিরতিকালে কোন হোটেলে থাকবেন সেতথ্য ফাঁস হয়ে গেছে আওয়ামী লীগে জামায়াত-বিএনপি কর্মীদের অনুপ্রবেশের কারণে, যা প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেন কয়েস চৌধুরীর মতো অনেক ত্যাগী নেতা।

যুক্তরাজ্য আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান। যতবার প্রধানমন্ত্রী লন্ডনে আসেন আমরা  প্রাণপ্রিয় নেত্রীর সাথে দেখা করতে চাই, কিন্তু আমরা বঞ্চিত হই। এক সময়ে সিলেটের কুখ্যাত সন্ত্রাসী যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, যিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, তিনি কীভাবে নেত্রীর সাথে দেখা করেন, তা নিয়ে আমরা শঙ্কিত। এই ক্ষোভ আমাদের মধ্যে কাজ করে। বিষয়টি যদি প্রধানমন্ত্রী বিবেচনা করে দেখতেন, তাহলে আমরা আওয়ামী লীগ পরিবার অত্যন্ত খুশি হবো’

দলীয় নেতাকর্মীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেন, ‘আদর্শের রাজনীতি বাংলাদেশে সামরিক শাসনের আমলে নষ্ট হওয়া শুরু হয়েছে। এই আদর্শহীনরা দেশেও যেমন রয়েছেন, বিদেশেও রয়েছেন। তাদেরকে চিহ্নিত করতে হবে। বিষয়টিকে ধামা চাপা দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘এটা ঠিক যে, নিরাপত্তার কারণে অনেক সময় ইচ্ছে থাকলেও প্রধানমন্ত্রী সকল নেতাকর্মীদের সাথে দেখা করতে পারেন না। তিনি তো ইচ্ছে করলেই অন্য কোনও দেশে যাত্রা বিরতি করতে পারতেন। যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি ভালোবাসার কারণেই প্রধানমন্ত্রী লন্ডনে যাত্রা বিরতি করেছেন।’ তারপরও দলের কোনও নেতা-কর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে পাঠালে দলীয় ফোরামে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্থ করেন দীপু মনি।

এদিকে যুত্তরাজ্য আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর, দলের নেতাকর্মী ও আওয়ামী লীগের সমর্থকরা এই ভিডিওর বক্তব্যের সাথে একমত জানিয়ে মন্তব্য করতে থাকেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সোহেল মজুমদার শিপন ফেসবুকে মন্তব্য করেন, “বিএনপি-জামাতের গুপ্তচর আওয়ামী লীগ ও দূতাবাসেই আছেন। সে কারণেই প্রধানমন্ত্রীর সফরের খবর ওরা আগেই জেনে যান। বিভিন্ন দেশে নেত্রীর সফরের সময় কিছু নেতা আছেন,যারা ওনাকে ঘিরে রাখেন। তাই নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর দেখা/ সাক্ষাৎ পাচ্ছেন না। এতে করে বঙ্গবন্ধু কন্যার সাথে নেতাকর্মীদের দূরত্ব সৃষ্টি হয়। সাংগঠনিক দুর্বলতা দেখা দেয়। এমন চিত্র সব দেশেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামীগ নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, প্রধানমন্ত্রী কোন হোটেলে উঠবেন সেই খবর সকাল ১১ টার পরপরই বিএনপি ও জামায়াতের কর্মীরা জেনে যায় এবং তারা পূর্ব লন্ডন থেকে বাসে করে প্রতিবাদ সমাবেশ করতেবাকিংহামশায়ারের হোটেলে চলে যান। অন্যদিকে আমরা আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মীরা বিকেল পর্যন্ত জানতে পারিনি প্রধানমন্ত্রী কোথায় উঠছেন! যখন আমরা হোটেলে গিয়ে পৌঁছালাম, তখন সেখানে আগে থেকেই বিএনপি-জামায়াতের শত শত কর্মী বিক্ষোভ প্রদর্শন করছিল।’

দলীয় নেতা-কর্মীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, ‘ অভিযোগ তো অভিযোগই, বাংলাদেশ হাই কমিশনের সাথে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সমন্বয়ে আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছি। আমরা আওয়ামী লীগের নেতা-কর্মীরা আগে থেকে সবই জানতাম। কিন্তু বিএনপি-জামায়াত কিভাবে জানলো সেটা আমাদের বিবেচনার বিষয় নয়। বিএনপি-জামায়াত সন্ত্রাস ও জঙ্গিবাদের আড্ডাখানা।’

এদিকে বাংলাদেশ হাই কমিশন লন্ডনের দায়িত্বশীল সূত্র বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে, হাই কমিশনের ভেতর থেকে কেউ গুপ্তচরবৃত্তি করছে না।প্রধানমন্ত্রীর হোটেলের তথ্য দূতাবাসের কেউ  জামায়াত-বিএনপির কর্মীদের দিয়ে সহায়তা করেছে এমন অভিযোগ ভিত্তিহীন।

এপিএইচ/

আরও পড়ুন:

নূর চৌধুরীকে ফেরত দিতে রাজি কানাডা!

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়