X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিরপেক্ষ ইসি গঠনের পর জাতীয় নির্বাচন চায় বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫১

শামসুজ্জামান দুদু (ফাইল ছবি) নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের পর জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা মধ্যবর্তী চাই না। অবৈধভাবে নির্বাচনের নামে তামাশা করে ক্ষমতা দখলকারী সরকারের অধীনে নির্বাচন চাই না। আমরা চাই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার পরই জাতীয় নির্বাচন।’ রবিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘সরকারের প্রতি আমরা বারবার আহবান জানিয়ে আসছি, আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে দ্রুত নির্বাচন দিন।’
বিএনপিকে ‘বিষধর সাপ’ উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদের দেওয়া বক্তব্যর সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রীকে খুশি করতে এ রকম বক্তব্য দিচ্ছেন তিনি। আওয়ামী লীগ তামাশার নির্বাচন দিয়ে সরকার গঠন করে জাতিকে বিষধর সাপের মতো ছোবল দিয়ে যাচ্ছে। বিএনপি একটি গণতান্ত্রিক ও জনগণের দল।’
তিনি বলেন, ‘জীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নান সব মিথ্যা মামলায় জামিন পাওয়ার পরও সরকারের প্রচারণায় গা তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। সরকার মেয়র মান্নানের বিজয় মেনে নিতে পারেনি বলেই হাস্যকর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এতে আমরা উদ্বিগ্ন হয়েছি। সরকারের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘‘সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না।’ তাদের উদ্দেশে বলতে চাই-আমরা মধ্যবর্তী নির্বাচন চাই না, কেননা ২০১৪ সালের ৫ জানুয়ারির তামাশার নির্বাচনে জোর করে রাষ্ট্রক্ষমতা দখলকারীদের অধীনে মধ্যবর্তী নির্বাচনই শুধু নয় বরং জাতীয় নির্বাচনও আমরা চাই না।’’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।
/এসটিএস/এমএনএইচ/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি