X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আ. লীগের বিশতম সম্মেলনে সাজছে ঢাকা, সাজবে দেশ

পাভেল হায়দার চৌধুরী
২৬ সেপ্টেম্বর ২০১৬, ২২:২৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩১

আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আলোকসজ্জিত করা হয়েছে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়

আওয়ামী লীগের আসন্ন বিশতম জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোকসজ্জা শুরু হয়েছে। সম্মেলন উপলক্ষে গঠিত সাজ-সজ্জা উপকমিটির উদ্যোগে গত রবিবার থেকে আলোকসজ্জায় সাজানো শুরু হয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়। এরপর পুরো ঢাকা শহর এবং দেশের সব জেলা ও উপজেলা শহরগুলোতে আলোকসজ্জা করা হবে। সাজ-সজ্জা উপকমিটিতে থাকা নেতারা বলছেন, আসন্ন সম্মেলন উপলক্ষে সাজছে ঢাকা এবং সাজবে পুরো দেশ।

সাজ-সজ্জা উপকমিটির সূত্র জানায়, ৮ অক্টোবর থেকে শুরু হবে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়, সরকারি বাসভবন গণভবনের আশপাশের এলাকা, সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থল ও পুরো ঢাকা শহর।একইসঙ্গে আলোকসজ্জা করা হবে দেশের সব জেলা ও উপজেলা শহরগুলোতেও।

ঢাকা শহরের আলোকসজ্জার দায়িত্ব পেয়েছেন ‘সেটাফ মাস্টার’ নামে একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আমরা আলোকসজ্জা শুরু করেছি গত রবিবার থেকে। ৮ অক্টোবর থেকে পুরো ঢাকা শহরের আলোকসজ্জার কাজ শুরু হবে।’

এছাড়া আগামী ১০ অক্টোবর থেকে আলোকসজ্জার কাজ শুরু হবে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিমানবন্দর অংশের । এ কাজ ১৫ অক্টোবরের মধ্যে শেষ করা হবে। সম্মেলন উপলক্ষে মূল আলোকসজ্জা করা হবে ১৯-২৩ অক্টোবর পর্যন্ত। ২৫ অক্টোবর পর্যন্ত আলোকসজ্জা রাখার প্রস্তুতিও দলটির রয়েছে।

আগামী ২২/২৩ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে গঠিত সবগুলো উপ-কমিটি দলের সবচেয়ে বড় এই আয়োজন সফল করতে ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা করে যাচ্ছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মেলন উপলক্ষে গঠিত সাজ- সজ্জা উপকমিটির আহ্বায়ক জাহাঙ্গির কবির নানক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলন ঘিরে দেশের মানুষের আকাঙ্ক্ষা রয়েছে, সম্মেলন যাতে উৎসবমুখর হয়। উৎসবমুখর আবহ তৈরি করতে আলোকসজ্জা করা হবে।’ তিনি বলেন, ‘সারা দেশের জেলা-উপজেলা শহরেও আলোকসজ্জা করা হবে।’

আ. লীগের বিশতম সম্মেলনে সাজছে ঢাকা, সাজবে দেশ

ঢাকাসহ সারা দেশে আলোক সজ্জার অর্থ ব্যয় করবেন স্থানীয় সংসদ সদস্যরা। কেন্দ্র থেকেও কিছু অর্থ ব্যয় করা হবে। তবে দলের সংসদ সদস্যদের ওপরই বেশির ভাগ অর্থ ব্যয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।ঢাকা শহরের আলোকসজ্জার অর্থ ব্যয় করবেন প্রত্যেক এলাকার নিজ নিজ দলীয় সংসদ সদস্যরা।

এছাড়া রাজধানীসহ বিভিন্ন সড়ক ও মহাসড়কের ওপরে তোরণ নির্মাণ করা হবে।এসব তোরণগুলোতে বিএনপি-জামায়াতের আগুনসন্ত্রাসের বিভিন্ন আলোক চিত্র সাঁটানো হবে। তাছাড়া জঙ্গিবাদের পক্ষ অবলম্বন করে বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলের বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য সন্নিবেশিত থাকবে লিফলেট, ব্যানার ও পোস্টারে। এগুলো থাকবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলেও।

সম্মেলন উপলক্ষে বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের হাতে দেওয়া হবে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের ভিডিও সিডি। সেখানে জঙ্গিবাদের পক্ষে দেওয়া তাদের বক্তব্য তুলে ধরা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সম্মেলন উপলক্ষে গঠিত প্রচার ও প্রকাশনা সাব কমিটির সদস্য সচিব হাছান মাহমুদ বলেন, ‘আমরা বিএনপি-জামায়াতের আগুনসন্ত্রাসের ভিডিও চিত্র ও জঙ্গিবাদের পক্ষ অবলম্বন করে বিএনপি-জামায়াত নেতাদের বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যের ধারণকৃত ভিডিও আগত অতিথিদের হাতে দেবো।’ তিনি বলেন,‘বিএনপি-জামায়াত যে জঙ্গিবাদের পক্ষাবলম্বন করে তা বিশ্ববাসীকে জানাবো।’ 

সাজ-সজ্জা উপ কমিটির সদস্য সচিব মির্জা আজম বলেন,‘বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের এই সম্মেলন হবে সবচেয়ে জাঁকজমকপূর্ণ। এর মাধ্যমে সরকারের উন্নয়ন-অগ্রগতি এবং গৌরব বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। ঢাকা শহরসহ সারা দেশে আলোকসজ্জা করা হবে। পাশাপাশি সরকারের উন্নয়ন-অগ্রগতির চিত্র থাকবে এসব সাজ-সজ্জায়।’

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!