X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘আ. লীগের সম্মেলনে ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর আসবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৬, ১৯:৩২আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ২০:০৭

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলর আসবে, বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর ধানমণ্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দফতর উপ পরিষদের বৈঠকে এ কথা জানা তিনি।
কাউন্সিলরদের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এর বাইরে জেলা পর্যায় থেকে কতজন ডেলিগেটর আসবে সেটা আগামী এক সপ্তাহের মধ্যে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকরা আমাদের কাছে লিস্ট দিবেন। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক একশ’র মধ্যে রাখা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। যেখানে কমিটির পরিধি আগের চেয়ে ৭/৮ জন বাড়বে। কমিটির কার্যনির্বাহী ৮১ কিংবা ৮৩ হবে।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সম্মেলনকে সফল করার লক্ষে দফতর উপ-কমিটি আটটি বুথ করে আটজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে। এ পর্যন্ত ২১টি জেলার কাউন্সিলরদের নামের তালিকা পাওয়া গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাকি জেলাগুলো কাউন্সিলর ও ডেলিগেটদের তালিকা পাঠাবে। সম্মেলনে ৭০টি সাংগঠনিক জেলা কাউন্সিলরদের তালিকা দেবেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সম্মেলনে কোনও ধরণের আত্মপ্রচার চলবে না। কেউ নিজের নাম দিয়ে, ছবি দিয়ে পোস্টার ব্যনার, ফেস্টুন, লিফলেট বা বিলবোর্ড করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বৈঠকে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দফতর উপ-পরিষদের সদস্য সচিব আবদুস সোবহান গোলপ, কমিটির সদস্য আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সুজিত রায় নন্দী, এসএম কামাল হোসেন প্রমুখ।

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’