X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আ. লীগের ২০তম সম্মেলনের স্লোগান ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৬, ২২:০২আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ২২:০২

আওয়ামী লীগের ২০তম সম্মেলনের স্লোগান ‘শেখ হাসিনার নেতৃত্ব উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’- এই স্লোগানেই অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। মঙ্গলবার সন্ধায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই স্লোগান ঘোষণা করেন সম্মেলন উপলক্ষে গঠিত প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদ্যস সচিব হাছান মাহমুদ।

সম্মেলন উপলক্ষে বানানো ব্যাগ ও ক্যাপও দেখানো হয় সাংবাদিকদের। ব্যাগের একপাশে লেখা আছে সম্মেলনের স্লোগান। আরেক পাশের ওপরের অংশে লেখা ‘আল্লাহ সর্বশক্তিমান’। তার নিচে লেখা জয়বাংলা, জয় বঙ্গবন্ধু। আছে সম্মেলনের লোগোও। হাছান মাহমুদ জানান, এই ব্যাগ ও ক্যাপ দেওয়া হবে কাউন্সিলর ও ডেলিগেটদের। ব্যাগে থাকবে সম্মেলন উপলক্ষে প্রকাশিত বিভিন্ন প্রকাশনা। থাকবে একটি পানির বোতল এবং ডায়বেটিস রোগীদের জন্য দুটি চকলেট।

হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ হলো সেই দল, যে দলের নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। শুধু বাংলাদেশের স্বাধীনতা নয়, এই আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সংবিধান রচিত হয়েছিল। ১৯৫৬ সালের আগ পর্যন্ত পাকিস্তানের কোনও সংবিধান ছিল না। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে যখন আওয়ামী লীগ পাকিস্তান কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় ছিল, তখন পাকিস্তানের সংবিধান রচনা করেছিল।’ আওয়ামী লীগের নেতৃত্বে ভাষা আন্দোলন ও  ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ধন্যবাদ জানিয়ে হাছান বলেন, ‘বিএনপির এই নেতা বলেছেন, বিএনপির সামনে কঠিন পথ। এ কথা আমরা অনেক দিন ধরে বলে আসছি। তিনি (গয়েশ্বর) আজ সত্য কথা বলেছেন। তিনি মনের অজান্তে অনকে সত্য কথা প্রকাশ করে দেন। এ জন্য তাকে ধন্যবাদ জানাই।’

/পিএইচসি/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া