X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আ. লীগ পকেট থেকে জ্যাম্বো টাইপের কমিটি করে না: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৬, ১৬:২২আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৬:২৫

ওবায়দুল কাদের গঠনতন্ত্র মেনেই গণতান্ত্রিকভাবে আওয়ামী লীগের কমিটি গঠিত হয় বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কোন রাজনৈতিক দল কী করছে, আমি বলতে পারব না। তবে আওয়ামী লীগ সবসময় অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে। কখনও পকেট থেকে জ্যাম্বো টাইপের কমিটি ঘোষণা করে না।’ বুধবার দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসন্ন সম্মেলন উপলক্ষে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

দলে গণতন্ত্রের চর্চা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘গঠনতন্ত্রের বাইরে সভাপতিও কোনও সিদ্ধান্ত দেন না। তিনি ইচ্ছে করলে কাউন্সিলরদের অনুমতি ছাড়া অন্যান্য দলের মতো সকাল-বিকাল নেতা পরিবর্তন করতে পারেন না।’

সম্মেলনের মাধ্যমে শক্তিশালী কমিটি গঠনের ইঙ্গিত দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘সম্মেলনের মধ্যে আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শক্তিশালী টিমওয়ার্ক গড়ে তুলব। এর মাধ্যমে আমরা যেমন ধারাবাহিক অগ্রযাত্রার শপথ নেব, তেমনি জঙ্গিবাদের অশুভ শক্তিকেও প্রতিহত করার শপথ নেব।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা আশা করব, প্রবীণের অভিজ্ঞতা এবং নবীনের অ্যানার্জির সমন্বয়ে ঐতিহ্য, প্রযুক্তিসমৃদ্ধ নেতৃত্বে আমরা নবতর পথযাত্রা ঘোষণা করব। সেই লক্ষ্যে আমাদের সব ধরনের প্রস্তুতি চলছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সবচেয়ে বড় বর্ণাঢ্য সম্মেলন দেশবাসীকে উপহার দেব।’

কোন কোন পদের জন্য ফরম বিক্রি করবে আওয়ামী লীগ?—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ফরম বিক্রি যারা করে আওয়ামী লীগ গণতন্ত্র চর্চা করে না। আমাদের গঠনতন্ত্র ফরম বিক্রির কথা বলে না। কাউন্সিলরদের সামনে প্রার্থীদের পরীক্ষা দিতে হবে। এরপর দলীয় পদে নাম প্রস্তাব হবে, একাধিক প্রস্তাব এলে স্বচ্ছ ব্যালেট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হবে। যা তিন সদস্যের একটি নির্বাচন কমিশনের অধীনে হবে।’ তিনি জানান, ‘৭৭টি সাংগঠনিক জেলার মধ্যে আজ (বুধবার) দুপুর পর্যন্ত ৬৭টি জেলার কাউন্সিলর এবং ডেলিগেটের তালিকা আমাদের দফতরে জমা হয়েছে। এর সঙ্গে প্রত্যেক জেলার সাংগঠনিক রিপোর্টও জমা হয়েছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘কাউন্সিলের ডেলিগেটের নির্দিষ্ট কোনও সংখ্যা হয় না। খাদ্য কমিটি ৩০ থেকে ৩৫ হাজার লোকের খাবার করার প্রস্তুতি নিচ্ছে। তবে আমরা আশা করছি, সম্মেলনে লক্ষাধিক লোকের সমাগম হবে।’

আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুরের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন আব্দুল মতিন খসরু, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, ফরিদুন্নাহার লাইলী, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, এনামুল হক শামীম প্রমুখ।

/ইএইচএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী