X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

জিনপিংয়ের সফরকে বড় অর্জন হিসেবে দেখছে আ. লীগ

এমরান হোসাইন শেখ
১৫ অক্টোবর ২০১৬, ১৭:১৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৬:৪৯

 

 

আওয়ামী লীগ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরকে সরকারের জন্য বড় অর্জন হিসেবে দেখছে আওয়ামী লীগ। চীনের প্রেসিডেন্টের সফরকালে রাষ্ট্রীয় ও ব্যবসায়িক পর্যায়ে বেশ কিছু চুক্তি স্বাক্ষরকে বাংলাদেশের জন্য নতুন দিগন্তের উন্মেষ হিসেবে দেখছেন ক্ষমতাসীন দলের নেতারা।  তাদের মতে, এ সফর ‘ভিশন ২০৪১’ বাস্তবায়নের পথকে মসৃণ করবে। বঙ্গবন্ধু চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের যে সূচনা ঘটিয়েছিলেন, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাকে চূড়ায় পৌঁছে দিয়েছেন। চীনের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সহযোগিতার প্রতিশ্রুতি ২০৪১ সালে সম্পৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার গতিকে ত্বরান্বিত করবে।

শি পিনপিং দু’দিনের সফরে শুক্রবার বাংলাদেশে এসেছেন। তার সফরের প্রথমদিনে দেশটির সঙ্গে বাংলাদেশের ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক এবং চায়না ১৫টি কোম্পানির সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের ১৯টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরপর শনিবার সকাল ১০টায় চীনের প্রেডিডেন্ট ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

শুক্রবার বাংলাদেশের সঙ্গে চীনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা এগিয়ে নিতে দু’দেশের মধ‌্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান। এ প্রসঙ্গে শি জিনপিং বলেন,  দু’দেশের সম্পর্ককে ঘনিষ্ঠ সহযোগিতা ও অংশীদারিত্বের জায়গা থেকে কৌশলগত সহযোগিতা ও অংশীদারিত্বের পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে  আমরা একমত হয়েছি।’

চীনা প্রেসিডেন্টের সফর সম্পর্কে এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ সফর দু’দেশের সম্পর্কে একটি নতুন মাত্রা যুক্ত করলো। এ সফরের মধ্য দিয়ে উন্নয়ন সহযোগী হিসেবে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। আমরা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সম্পৃদ্ধ দেশ গড়তে চাই। জাতি পুনর্গঠনের ক্ষেত্রে চীন আমাদের পাশে থাকবে। আরও বর্ধিত সহায়তা তাদের থেকে পাব। সামগ্রিকভাবে উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। এতে জাতিরও লাভ হবে। আর এই কাজটা আওয়ামী লীগ সরকারের হাতে হওয়ায় আওয়ামী লীগেরও সাফল্য হিসেবে মানুষ মনে করবে।’

এক প্রশ্নের জবাবে দলের এই নেতা বলেন, ‘চীনের প্রেসিডেন্টের সফরে যে অর্জনটা হয়েছে, সেটা কোনও দলের নয়, দেশের অর্জন। তবে দল হিসেবে আওয়ামী লীগ দেশ থেকে বিচ্ছিন্ন নয়। কাজেই দল হিসেবে আমরাও এর অংশীদার।’

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান বলেন, ‘চীনের প্রেসিডেন্টের এ সফর বাঙালি জাতির একটা বড় বিজয়। কারণ যে দেশটি কোনও এক সময় আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি,  সে দেশটিই আজকে আমাদের প্রতি তাদের কেবল সমর্থনই নয়, বড় বিনিয়োগ নিয়েও এগিয়ে আসছে।’

আওয়ামী লীগের সম্মেলনের ‍আগে চীনের প্রেসিডেন্টর সফরকে যুগান্তকারী উল্লেখ করে ফারুক খান বলেন, ‘এ সফর আওয়ামী লীগের বড় বিজয় এই জন্য যে, অনেকে ভেতরে ভেতরে বলার চেষ্টা করতেন, বিএনপির সঙ্গে নাকি চীনের সম্পর্ক ভালো। কিন্তু আজকে এই সফরে প্রমাণিত হলো, আওয়ামী লীগ সরকারের সঙ্গে চীনের সম্পর্ক অনেক গভীর। আওয়ামী লীগ চীনা কমিউনিস্ট পার্টি ও সে দেশটির জনগণের সঙ্গে এমন একটি সম্পর্ক গড়ে তুলেছে, তাতে আমরা চাই বিএনপির সঙ্গেও চীনা কমিউনিস্ট পার্টির এ ধরনের সম্পর্ক গড়ে উঠুক।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘‘চীনের প্রেসিডেন্টের এই সফরটা ঐতিহাসিক জাতির পিতা বঙ্গবন্ধু চীন সফরের মধ্য দিয়ে যে যাত্রা শুরু করেছিলেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই সম্পর্কের চূড়ায় পৌঁছে গেছি। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে নেতৃত্বের জন্য আমরা গর্ব করছি, তা হলো পরপর নরেন্দ্র মোদী, জন কেরি ও শি জিনপিংয়ের বাংলাদেশ সফরে আসা। আমরা মনে করি এ ধারার মধ্য দিয়ে আমাদের ‘ভিশন ২০৪১’ তে আমরা পৌঁছে যাব।’’

 আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ঢাকা ছাড়লেন জিনপিং

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান