X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

সম্মেলনে যোগ দিলেন সোহেল তাজ, আসতে পারেন গুরুত্বপূর্ণ পদে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৬, ২০:৫৫আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ২২:৩৪

 

 

সম্মেলনে সোহেল তাজ আওয়ামী লীগের নতুন নেতৃত্ব হিসেবে যে কয়েকজনের নাম আলোচিত হচ্ছে, তাদের মধ্যে অন্যতম তানজিম আহমেদ সোহেল তাজ। জাতীয় চার নেতার অন্যতম শহীদ তাজ উদ্দিন আহমেদের একমাত্র পুত্র সোহেল তাজ গাজীপুর জেলার একজন কাউন্সিলর হিসেবে শনিবার অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন।

দীর্ঘদিন রাজনীতি থেকে বিচ্ছিন্ন আওয়ামী লীগের কাউন্সিলর হয়ে সম্মেলনে যোগদানের পেছনে ইঙ্গিত রয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা। তাদের মতে, কোনও গ্রিন সিগন্যাল না পেলে যুক্তরাষ্ট্র থেকে সোহেল তাজের দেশে ফেরা  ও কাউন্সিলর হয়ে সম্মেলনে যোগ দেওয়ার কথ নয়। এর আগে গত বুধবার তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। আর আগে গাজীপুর জেলা আওয়ামী লীগ তাকে কাউন্সিলর মনোনীত করে।
সম্মেলনকে ঘিরে নানা আলোচনার মধ্যে যুক্ত সোহেল তাজের সম্প্রতি তার এক ফেসবুক স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা হয়। এছাড়া দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে তার সাক্ষাৎ ও সম্মেলন স্থল পরিদর্শনসহ নানা কারণে সোহেল তাজকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

জানা গেছে এ বছরের জানুয়ারিতে বোন মেহজাবিন আহমদ মিমি ও সিমিন হোসেন রিমিকে নিয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সোহেল তাজ। ওখানে শেখ হাসিনা সোহেল তাজকে রাজনীতে ফেরার কথা বলেন। শোনা যাচ্ছে, সোহেল তাজ নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ কোনও পদ পেতে পারেন।  এক্ষেত্রে তাকে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, সোহেল তাজের মা জোহরা তাজউদ্দিন মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। ২০১২ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনের পর তাকে এ পদটি দেওয়া হয়। এর বছর খানেক পর ২০১৩ সালের ২০ জানুয়ারি তিনি মারা যান। এদিকে সোহেল তাজের মা জোহরা তাজউদ্দিনের পাশাপাশি বোন বোন সিমিন হোসেন রিমি বর্তমানে দলের কমিটির সদস্য নির্বাচিত হন।

/ইএইচএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
‘আ. লীগের নতুন নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণ করবে’
নতুন নেতৃত্বের কাছে দুই প্রত্যাশা
আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা
সর্বশেষ খবর
ইউনিয়ন ব্যাংক ও মেডর‌্যাবিটস হেলথকেয়ারের চুক্তি স্বাক্ষর
ইউনিয়ন ব্যাংক ও মেডর‌্যাবিটস হেলথকেয়ারের চুক্তি স্বাক্ষর
নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ
নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ
শিক্ষার্থীকে মারধর করে শিক্ষক বললেন, ‘শাসন করেছি’
শিক্ষার্থীকে মারধর করে শিক্ষক বললেন, ‘শাসন করেছি’
বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার
বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার
সর্বাধিক পঠিত
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?