X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সবার দাবি ‘জয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৬, ১৩:২৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৫:৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় (ছবি: ফোকাস বাংলা) আওয়ামী লীগের নতুন কমিটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জোর দাবি উঠেছে। আওয়ামী লীগের ২০তম কাউন্সিলের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে সারাদেশ থেকে আসা কাউন্সিলরা এ দাবি তোলেন। তারা এখন কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখছেন। এ সময় অতীতে যারা দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও দলের সঙ্গে বেঈমানি করেছে সেই ‘মীরজাফরদের’ দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব না দেওয়ারও দাবি ওঠে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রবিবার সকাল সাড়ে ৯টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়। সেখানে বিভিন্ন জেলার সভাপতি, সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করছেন দলের সভাপতি শেখ হাসিনা।

আ.লীগের কাউন্সিলের দ্বিতীয় দিনে কাউন্সিলরদের উদ্দেশে হাত নাড়েন সজীব ওয়াজেদ জয়

অধিবেশনে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বলেন, ‘আমাদের আগামী দিনের স্বপ্ন সজীব ওয়াজেদ জয়। তাকে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতিতে দেখতে চাই। এ কাউন্সিল সে দাবি তুলে ধরছি।’

তিনি আরও বলেন, ‘আপনার পাশে থেকে ভবিষ্যৎ রাজনীতিতে সজীব ওয়াজেদ জয় নেতৃত্ব দেবেন আমরা এটাই চাই।’

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ বলেন, ‘আমরা মনে করি সজীব ওয়াজেদ জয়কে দলে অভিষিক্ত করা দরকার’। আর প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনিও আমাদের ছেড়ে যাবেন না।’

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি যাবো না তো, যাবো কোথায়?’

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদ কোরেশী বলেন, ‘আপনার বিশ্বস্ত, যার কাছে দল নিরাপদ থাকবে তার হাতেই নেতৃত্ব তুলে দেবেন বলে আমরা আশা করছি। সজীব ওয়াজেদ জয়কেও দলের নতুন কমিটিতে দেখতে চাই।’

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফারুক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আপনার আলোতেই আমরা আলোকিত। আমাদের বিজ্ঞ, প্রাজ্ঞ ও মহান অনেকেই আছেন, কিন্তু, সবার আগে শেখ হাসিনা, তারপরেই তাদের অবস্থান। আওয়ামী লীগ আপনার সম্পদ। এই দলটাকে যতোদিন পারেন আপনাকেই টেনে নিয়ে যেতে হবে। আপনি বিজয়ের যে দিগন্ত উন্মোচন করেছেন পাশে থেকে সজীব ওয়াজেদ জয়কেও আপনার পেছনের কাতারে জায়গা করে দেবেন। তিনি স্মার্ট, দক্ষ। মনে রাখবেন সুগন্ধিত ফুল যদি না থাকে তবে খুশবু ছড়াবে কে? তাই জয়কে আমরা নেতৃত্বে দেখতে চাই।’

/পিএইচসি/এসএনএইচ/টিএন/

আরও পড়ুন:

‘বেঁচে থাকতেই দলের নেতা নির্বাচন করে যাবো’

নতুন কমিটিতে মীরজাফরদের চান না কাউন্সিলররা

কাউন্সিলের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

 

 

 

সম্পর্কিত
‘আ. লীগের নতুন নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণ করবে’
নতুন নেতৃত্বের কাছে দুই প্রত্যাশা
আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা
সর্বশেষ খবর
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা