X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নতুন নেতৃত্বের কাছে দুই প্রত্যাশা

পাভেল হায়দার চৌধুরী
২৩ অক্টোবর ২০১৬, ২৩:২৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৬:৫৪

 

আ.লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান হলো দলটির ২০তম জাতীয় সম্মেলনে রবিবারের অধিবেশনে। দু’মাস ধরে এ উপলক্ষে ক্ষমতাসীন দলটির নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন ছিল—কে আসছেন আগামী দিনের নেতৃত্বে। কেমন হবে দলটির ভবিষৎ নেতৃত্ব। কমিটির আকার বাড়বে কিনা। নতুন নেতা নির্বাচন করে তাদের কাছে দুই প্রত্যাশা রেখে রবিবার বাড়ি ফিরতে শুরু করেছেন দলের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল—সর্বস্তরের নেতাকর্মী ও কাউন্সিলররা। এই দুই প্রত্যাশা হলো—দলকে আরও সুসংগঠিত করা এবং আগামী জাতীয় নির্বাচনেও জয় লাভ করে সরকার গঠন করা।

শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন। এসেছেন সাধারণ সম্পাদক হিসে ওবায়দুল কাদের। নতুন এই নেতৃত্বের কাছে এখন দলের নেতাকর্মীদের প্রত্যাশা—আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করে আনতে হবে। শেখ হাসিনা তাদের আস্থা-বিশ্বাসের জায়গায় পুরনো হলেও সাধারণ সম্পাদক হিসেবে নতুন করে দায়িত্ব পালন করতে এসেছেন ওবায়দুল কাদের। তাই নতুন সাধারণ সম্পাদকের কাছে তাদের দাবি, তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দলকে আরও সুসংগঠিত করবেন, আগামী জাতীয় নির্বাচনে আবারও দলের বিজয় নিয়ে আসবেন।

এদিকে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও  দেশের উন্নয়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে তৃতীয় দফা নির্বাচনে জয়ের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশনা দিয়েছেন। রবিবার কাউন্সিলের সূচনা বক্তব্যে তিনি বলেন, ‘সামনে নির্বাচন। জনগণের কাছে যেতে হবে। তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোরগোড়ায় যেতে হবে। উন্নয়নের কথা বলতে হবে। ব্যাপক প্রচার করতে হবে। জনগণকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।’

শেখ হাসিনার পাশে থেকে গত দু’বার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম যে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, শেখ হাসিনার আস্থা-বিশ্বাসের সঙ্গে দল পরিচালনা করেছেন। দলকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন। একইভাবে নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও যেন বিচক্ষণতার পরিচয় দিয়ে দলকে এগিয়ে যান, সে প্রত্যাশা রেখে সম্মেলনস্থল ত্যাগ করেছেন কাউন্সিলর ও নেতাকর্মীরা। তারা নতুন এই নেতার কাছে দলের ঐক্য অটুট রাখার প্রত্যাশা করেছেন। 

এ প্রসঙ্গে জানতে চাইলে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে আমাদের প্রত্যাশা, আগামী নির্বাচনে দলকে ক্ষমতায় নিয়ে আসবেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হবেন নতুন সাধারণ সম্পাদক। সেই প্রত্যাশা নিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম দলকে সুসংগঠিত করেছেন, ঐক্যবদ্ধ রেখেছেন। আশা করি, ওবায়দুল কাদেরও এ কাজগুলো করবেন। তিনি শেখ হাসিনার শক্তিশালী সহযোগী হবেন।’

মৌলভী বাজার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেসার আহমেদ বলেন, ‘শেখ হাসিনা আমাদের উন্নয়নের প্রচার করতে মাঠেঘাটে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। আমরা চাই, নতুন সাধারণ সম্পাদকও আমাদের সেই কাজে সহযোগিতা করবেন।’ তিনি বলেন, ‘নতুন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের চেয়ে আরও বেশি অবদান রাখবেন দলকে এগিয়ে নিতে। আশা করি, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ওবায়দুল কাদের হবেন বিশ্বস্ত সহযোদ্ধা।’

নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মেধাবী, দক্ষ রাজনীতিক উল্লেখ করে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বি.কম বলেন, ‘ইতোমধ্যে তিনি শেখ হাসিনার আস্থা-বিশ্বাস অর্জন করতে সমর্থ্য হয়েছেন। তাই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমরা চাই, দল গতিশীল হোক। আওয়ামী লীগ এগিয়ে চলুক।’

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী বলেন, ‘নতুন সাধারণ সম্পাদক আওয়ামী লীগকে সুসংগঠিত করতে আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন।’

মাগুরা জেলার সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ড বলেন, ‘আমরা চাই শেখ হাসিনার আস্থা-বিশ্বাস অর্জন করবেন নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি পরবর্তী নির্বাচনে দলকে বিজয়ী করে আনতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন।

আরও পড়ুন:  সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

/এমএনএইচ/

   

 

 

সম্পর্কিত
‘আ. লীগের নতুন নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণ করবে’
আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা
আ.লীগের নতুন কমিটি: ৮১ সদস্যের ২৩ পদে নাম ঘোষণা
সর্বশেষ খবর
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন