X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৬, ১৪:১৮আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৫:৩২

ওবায়দুল কাদের



আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া নিজের রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি বলে মনে করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য দলের সভাপতি ও তৃণমূল থেকে আসা কাউন্সিলরদের অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন তিনি। এর বিনিময়ে দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে সোমবার দুপুর দুইটায় ধানমণ্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সৈয়দ আশরাফুল ইসলাম তার নাম ঘোষণা করায় তার ও দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে সারাদেশে উৎসবের আমেজ তৈরি হয়েছিল। ২০ তারিখ থেকেই সারাদেশের সব রাস্তা যেন এসে মিশেছিল ঢাকা শহরের মোহনায়। দলের সব নেতা-কর্মীর জিজ্ঞাসা ছিল কারা হচ্ছেন দলের পরবর্তী নেতা। এরপর আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এজন্য দলের নেত্রী শেখ হাসিনাসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের শৃঙ্খলাবদ্ধতা প্রকাশ পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের আচরণ সামনে আরও শৃঙ্খলাবদ্ধ হবে। ভবিষ্যতে আওয়ামী লীগের অভ্যন্তরে আরও গুণগত পরিবর্তন হবে। আমাদের নিজেদের বদলাতে না পারলে আমরা দেশকে পরিবর্তন করতে পারবো না। আমাদের প্রত্যেক নেতাকর্মীকে নিজেদের পরিবর্তন করতে হবে।’
তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও পরিবর্তন আওয়ামী লীগে হবে। আমরা যদি নিজেদের বদলাতে না পারি তাহলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বদলাবো কিভাবে?’ তিনি এজন্য দলের নেতা-কর্মীদের আচরণ বদলানোরও অনুরোধ জানান।
এসময় শক্তিশালী টিমওয়ার্ক গড়ে তোলাসহ দুটি এজেন্ডা ঘোষণা করেন তিনি। সম্মেলনের পর দলের সামনের এজেন্ডা প্রসঙ্গে তিনি বলেন, আমরা দুটি এজেন্ডা হাতে নিয়েছি। এক সাম্প্রদায়িক পরাশক্তিকে পরাজিত করা। দুই আগামী নির্বাচনের জন্য দলের প্রস্তুতি নেওয়া। আওয়ামী লীগের নেতৃত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের মাধ্যমে তৃণমূল থেকে সংঘবদ্ধ হয়ে আমরা নির্বাচনে জয়লাভ করবো।

দলের এজেন্ডা সম্পর্কে তিনি আরও বলেন, ‘বেশি এজেন্ডা হাতে নেওয়া উচিত নয়। এতে কর্মসূচি বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়।’

সৈয়দ আশরাফ সম্পর্কে তিনি বলেন ‘আমার অগ্রজ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাকে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে। আমি খুব অবাক হয়েছি যে তিনি সব কিছু খুব সহজ করে নিয়েছেন। আজ মন্ত্রিসভার বৈঠকে তার সঙ্গে আমার দেখা হয়েছে। বিচলিত কিংবা হতাশার কোনও ছবি তার মুখমণ্ডলে দেখিনি। বরং আজকে তাকে অনেক প্রাণবন্ত দেখেছি। দায়িত্বপালন করতে গিয়ে তার সঙ্গে মতান্তর হতে পারে, কিন্তু মনান্তর হবে না।

এ সময় সম্মেলনের চমক সম্পর্কে তিনি বলেন, ‘অনেকেই চমক কী সেটা জানতে চেয়েছেন। চমক হলো আমার নাম প্রস্তাব সৈয়দ আশরাফই করেছেন। এটাই চমক। এটাই শেখ হাসিনার নেতৃত্বের ম্যাজিক পাওয়ার।’

ওবায়দুল কাদের বলেন, আমি নিজেকে মন্ত্রী ভাবি না, দেশের একজন সাধারণ নাগরিক ভাবি, নিজেকে শেখ হাসিনার কর্মী ভাবি। তিনি বলেন ‘আমি পরিশ্রমের পুরস্কার পেয়েছি। রাজনৈতিক জীবনের সর্বোচ্চ পুরস্কার পেয়েছি।’

তিনি বলেন, সড়ক ও সেতুমন্ত্রী হিসেবে আমি দেশের বিভিন্ন এলাকায় যাই। সেখানে তৃণমূলের নেতা-কর্মীরা আমাকে বিভিন্ন সমস্যার কথা বলে, কখনও কখনও নালিশও করে। এখন যেহেতু অথরিটি পেয়েছি সেহেতু একদিকে সড়ক ও সেতু দেখবো পাশাপাশি তৃণমূলের সমস্যাও দেখবো। আমি এখন দলের নেতাকর্মীদের অভিযোগ শুনতে পারবো। সঙ্গে সমাধানও দিতে পারবো। আগে অভিযোগ শুনতাম তবে সমাধান দিতে পারতাম না। এখন আমি সেটা দিতে পারবো। দায়িত্বপালন করতে গিয়ে ঘাম-শ্রম-মেধা-শক্তি-সামর্থ্য সবকিছু উজাড় করে দেবো। নেতৃত্বের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখবো। আওয়ামী লীগ একটি বিশাল দল। এই দায়িত্ব সুবিশাল। আমি একটি অঞ্চলের হলেও আমার মধ্যে কোনও আঞ্চলিকতা থাকবে না। আমি যখন এখানে আসি তখন একটি অঞ্চলের স্লোগান শুনেছি। তবে এখন আমি আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে কাজ করবো। সবার ওপরে দেশ।’

তিনি আরও বলেন, ‘সংগঠন ঠিক করবো। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে সুসংগঠিত করবো। দলের সব নেতাকর্মীর আচরণ আরও শৃঙ্খলাবদ্ধ করবো। দলকে আরও বেশি সুশৃঙ্খল করবো। সর্বোপরি আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য কাজ করবো।’

কাদের বলেন, ‘২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রূপান্তরের যে লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবো। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আচরণে-উন্নয়নে দেশের সেরা দল হিসেবে গড়ে তুলতে চাই।’

বিএনপি এই কমিটিকে অভিনন্দন জানানোর বিষয়ে তিনি বলেন, ‘এটি রাজনৈতিক শিষ্টাচারের ব্যাপার। তবে তাদের শুভেচ্ছা অভিনন্দন মনে প্রাণে গ্রহণ করতে পারতাম যদি তারা আমাদের সম্মেলনে আসতো। তারা কথা দিয়ে কথা রাখলেন  না। সম্মেলনে আসলে তাদেরকে কেউ বলতো না, ডাল ম্যা কুচ কালা হ্যায়।’

কিন্তু আপনারাও তো বিএনপির সম্মেলনে যাননি সাংবাদিকদের এমন প্রশ্নের প্রতিক্রিয়ায় কাদের বলেন, ‘আমরা তো তাদের কথা দেইনি।এর আগেরবারের সম্মেলনে কথা দিয়েছিলাম, তখন গিয়েছিলাম। কিন্তু তারা এবার কথা দিয়েছিল আসবে বলে কিন্তু শেষ পর্যন্ত তো এলো না। এসব বলে এখন আর প্যান্ডোর বাক্স খুলতে চাচ্ছি না।’

এসময় তিনি সব অসাম্প্রদায়িক রাজনৈতিক দলের সহযোগিতা আশা করেন।
এ সময় তিনি আরও জানান, ‘আজ-কালের মধ্যে দলের সম্পাদকমণ্ডলীর নেতাদের নাম, ৩-৪ দিনের মধ্যে সদস্যদের নাম প্রেস রিলিজ করে আপনাদের জানিয়ে দেওয়া হবে। সর্বোচ্চ এক সপ্তাহ সময়ও লাগতে পারে।’

বিএনপি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি একটি নির্বাচনে অংশ না নিয়ে খেসারত দিচ্ছে। সংসদে কিংবা সংসদের বাইরে কোথাও বিরোধীদলের স্ট্যাটাস নাই। আবার যদি তারা ভুল করে তবে ভুলের চোরাবালিতে আটকে থাকতে হবে তাদের।’

উল্লেখ্য, ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের শেষ সেশনে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা পুনর্নির্বাচিত ও বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রস্তাবে ও দলের কাউন্সিলরদের সমর্থনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

/পিএইচসি/এনএস/টিএন/ আপ-এসটি/

আরও পড়ুন: 'আমি আপাদমস্তক নীতি নৈতিকতা মেনে চলি'

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী