X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘তার সঙ্গে মতান্তর হতে পারে কিন্তু মনান্তর হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৬, ১৭:৩২আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৯:০০

সৈয়দ আশরাফ ও ওবায়দুল কাদের

আওয়ামী লীগের ২০তম সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সাধারণ সম্পাদক নির্বাচন। এ নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে হয়েছে বিস্তর আলোচনা, গণমাধ্যমের কাছেও এটিই ছিল চুম্বক আকর্ষণ। দায়িত্বরত সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে আলোচনায় ছিল সভাপতিমণ্ডলীর সদস্য সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামও। কিন্তু রবিবার কাউন্সিল অধিবেশনের দিনে সাধারণ সম্পাদক নির্বাচনের সময় এলে চমক দেন সৈয়দ আশরাফুল ইসলাম নিজেই। দলের সবাইকে অবাক করে দিয়ে তিনি নিজেই সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করলে বিপুল কণ্ঠভোটে তা পাস হয়ে যায়। এ ঘটনায় সৈয়দ আশরাফুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।   

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে সোমবার দুপুর দুইটায় ধানমণ্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এজন্য দলীয় সভাপতি শেখ হাসিনা ও সৈয়দ আশরাফের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এ চমক শেখ হাসিনার নেতৃত্বের ম্যাজিক পাওয়ার।

সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ সম্পর্কে তিনি বলেন ‘আমার অগ্রজ আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাকে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে। আমি খুব অবাক হয়েছি যে তিনি সব কিছু খুব সহজ করে নিয়েছেন। আজ মন্ত্রিসভার বৈঠকে তার সঙ্গে আমার দেখা হয়েছে। বিচলিত কিংবা হতাশার কোনও ছবি তার মুখমণ্ডলে দেখিনি। বরং আজকে তাকে অনেক প্রাণবন্ত দেখেছি। দায়িত্বপালন করতে গিয়ে তার সঙ্গে মতান্তর হতে পারে, কিন্তু মনান্তর হবে না ‘

এ সময় সম্মেলনের চমক সম্পর্কে তিনি বলেন, ‘অনেকেই চমক কী সেটা জানতে চেয়েছেন। চমক হলো আমার নাম প্রস্তাব সৈয়দ আশরাফই করেছেন। এটাই চমক। এটাই শেখ হাসিনার নেতৃত্বের ম্যাজিক পাওয়ার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াকে নিজের রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি বলেও জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলনে দলের সভাপতি ও তৃণমূল থেকে আসা কাউন্সিলরদের অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন তিনি। এর বিনিময়ে দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন কাদের।

তিনি আরও বলেছেন, আগে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে সড়ক ও সেতু দেখার পাশাপাশি তৃণমূলের নেতা-কর্মীদের বিভিন্ন অভিযোগ শুনতাম কিন্তু কিছু করার ছিল না। এখন অথরিটি পেয়েছি। এখন সড়ক আর সেতুও দেখবো তাদের অভিযোগ শুনে সমস্যার সমাধানও করবো।

/পিএইচসি/টিএন/   

আরও পড়ুন: এক সপ্তাহের মধ্যে আ. লীগের পূর্ণাঙ্গ কমিটি

সম্পর্কিত
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়