X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জয় আ. লীগের ভবিষ্যৎ নেতা: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ১৩:৩০আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৭:১৩

সজীব ওয়াজেদ জয়
প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা বলে উল্লেখ করেছেন দলটির নতুন সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তাকে নিয়ে আমাদের কাছে-দূরে অনেক স্বপ্ন আছে। তাকে জোর করে কিছু চাপিয়ে দেওয়া হবে না।’

বুধবার (২৫ অক্টোবর) ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর প্রথম বৈঠক শেষে জয় সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

কাদের বলেন, ‘‘২০ তম জাতীয় সম্মেলনের প্রথমদিনের দুপুরের পরে মঞ্চে জয়কে জোর করে তোলা হয়েছিল। আমরাই তাকে বক্তৃতা করতে বলেছি। জয় রাজি হননি। আমারা তাকে কেন্দ্রীয় কমিটিতে থাকতে বলেছিলাম। সে বলেছে, আমি কিভাবে বিদেশে থেকে কমিটিতে থাকবো।’ জয় আমাদের বোঝাতে চেয়েছেন 'আমাকে আপনারা তারেক জিয়ার মতো বানাতে চাইবেন না।’ নেতৃত্বে আসার ব্যাপারে তার আগ্রহ ও সম্মতির বিষয় আছে। নেতৃত্ব চাপিয়ে দেওয়া যায় না। তাছাড়া শেখ হাসিনা আছেন, তিনিও বিষয়টি দেখবেন। ’’

দলীয় ২০ তম জাতীয় সম্মেলনে কাউন্সিলদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন জয়

ওবায়দুল কাদের বলেন, ‘জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান। তাকে ঘিরে আমাদের স্বপ্ন ও আশা আছে। তিনি আমাদের ফিউচার (ভবিষ্যৎ) লিডার।’

বৈঠকে ৩ নভেম্বর জেল হত্যা দিবসের কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। কর্মসূচির মধ্যে রয়েছে, ৩ নভেম্বর সকালে বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং বিকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।

এর বাইরে রাজশাহীতেও জেল হত্যা দিবসের পৃথক কর্মসূচি পালন করা হবে বলেও জানান নতুন সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি বনানী কবরস্থানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত হয়।
নতুন কমিটিতে আর কী ধরনের নেতৃত্বে আসছে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'আমি শুধু বলতে পারি কমিটিতে আরও নতুন মুখ আসবে। নতুন রক্ত সঞ্চালনও এখানে থাকবে।'

আরও পড়ুন- 

আ. লীগের কেন্দ্রীয় ৩৮ পদের জন্য দৌড়ঝাঁপ

সব বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করা হবে: প্রধানমন্ত্রী

/পিএইচসি/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা