X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

খারাপ নেতাকর্মীদের শুদ্ধ হওয়ার আহ্বান কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৬, ১৯:৩১আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৯:৩৬

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যারা আচরণগতভাবে খারাপ, ক্ষমতার অহঙ্কারে জনগণের সঙ্গে খারাপ আচরণ করেছেন, সেসব নেতাকর্মীদের শুদ্ধ ও সংশোধন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অন্যথায় অস্ত্রধারীর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই অ্যাকশন শুরু হয়ে যাবে।’
তিনি বলেন, ‘আমরা এখন সর্বশক্তি নিয়ে নেমে যাবো, জনগণের কাছে যাবো। জনগণকে খুশি করাই আমাদের পরবর্তী এজেন্ডা।’
ওবায়দুল কাদের, ‘ভাষণ কম, অ্যাকশন বেশি। এ অ্যাকশন বলতে পজেটিভ অ্যাকশন, নেগেটিভ নয়।’
মঙ্গলবার বিকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ৩ নভেম্বর জেলাহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেতাকর্মীদের মধ্যে যারা ভুল করেছেন। তিনি যে এলাকার সেই এলাকার জনগণের কাছে ক্ষমা চান। যারা আমাদের নির্বাচিত করেছেন, তাদের কাছে ক্ষমা চাইতে  কোনও লজ্জা নেই। কারও খারাপ আচরণের কাছে আমাদের নেত্রীর অর্জনকে জিম্মি করতে পারি না। এরজন্য শাস্তি পেতে হবে। ডিসিপ্লিন ভঙ্গ করলে ডিসিপ্লিনারি শাস্তি পেতে হবে। এরজন্য কোনও আপোষ নেই।’
আওয়ামী লীগের পরবর্তী এজেন্ডা জাতীয় নির্বাচন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে জনগণের ভালবাসা অর্জন এবং মন জয় করতে হবে। খারাপকে শুদ্ধ করতে হবে এবং সংশোধন করতে হবে।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা আজ আমাদের পার্টির চেয়েও অনেক উচ্চতায় । তিনি যে শক্তি, জনপ্রিয়তা নিয়ে দেশ চালাচ্ছেন, বিশ্বের দরবারে তা প্রশংসিত হয়েছে। তিনি যে দলের নেতৃত্ব দিচ্ছেন, সেই আওয়ামী লীগকেও জনপ্রিয়, শক্তিশালী, আধুনিক এবং গতিময় করতে হবে। তবেই সরকার যেমন শক্তিশালী, তেমন আওয়ামী লীগও শক্তিশালী হবে।’

তিনি বলেন, ‘সরকার শক্তিশালী,আর আওয়ামী লীগ দুর্বল হলে সরকারের মধ্যে হারিয়ে যাবে। সেটা আওয়ামী লীগের জন্য শুভ লক্ষণ নয়। দলের মধ্যে সরকার হারিয়ে যাবে, সরকারের মধ্যে দল হারাবে না। সেটাই আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘১৫ আগস্ট, ৩ নভেম্বর এবং ২১ আগস্ট একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। এগুলো ছিল আমাদের নেতৃত্বশূন্য করে দেওয়ার গভীর চক্রান্ত।’

ওবায়দুল কাদের বক্তব্য শুরু করলে নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকেন। এ সময় তাদের উদ্দেশে কাদের বলেন, ‘এখন শ্লোগান বন্ধ করুন। সুসময়ে অনেকেই শ্লোগান দেন, গলা ফাটিয়ে বক্তৃতা করেন। দুঃসময়ে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও অনেককে খুঁজে পাওয়া যায় না। এরা চোরাই পথে পালিয়ে যান ।’

এসময় নেতাকর্মীরা বলেন, হাইব্রিড চাই না, হাইব্রিড বাদ দেন। এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমি এখন এই শব্দ ব্যবহার করবো না। কারণ, আমি পার্টির সাধারণ সম্পাদক। ওভাবে আমি বলতে চাই না। যেটা আমি বলতে চাই, তা বলেই ফেলেছি।’

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আমিরুল আলম মিলন, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

পিএইচসি /এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা