X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সমাবেশের অনুমতি দিয়ে জনসম্পৃক্ততা প্রমাণের দাবি রিজভীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৬, ১৪:৪০আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৪:৪২

রুহুল কবীর রিজভী সমাবেশের অনুমতি দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনগণের সম্পৃকতা আছে কিনা, তা জনগণকে বিচার করার সুযোগ দিয়ে প্রমাণের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মাদ নাসিম বলেছেন, ‘৭ নভেম্বরে জনগণের সংশ্লিষ্টতা নেই।’ তার এ বক্তব্যের জবাবে রিজভী এ কথা বলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সব সময় জনগণকে মুখরোচক করে কথা বলেন।  বিপ্লব দিবসে সমাবেশের অনুমতি দেন, তার পরে দেখা যাবে জনগণ যায় কিনা। জনগণ যদি না যায়, তাহলে বুঝবো জনগণ বিপ্লব দিবস মানে না। আর যদি জনগণ যায় তাহলে বুঝবেন জনগণ বিপ্লব দিবসকে গ্রহণ করছেন।’
রিজভী বলেন,‘১০ টাকা দরে চাল বিতরণের নামে দেশজুড়ে গরীব মানুষ ও ক্ষুধাকে নিয়ে তামাশা করা হচ্ছে। সরকারের মন্ত্রী,এমপিসহ আওয়ামী লীগের রাঘব বোয়ালদের পর স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের দুর্নীতি,জালিয়াতি ও লুটপাটের মাধ্যমে মোটাতাজাকরণ করতেই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশবাপী ছড়িয়ে পড়েছে ১০ টাকা দরের চাল লুটপাটের মহোৎসবের খবর। তাই গরীব ও অসহায় মানুষের সঙ্গে তামাশা বন্ধের জোর দাবি জানাচ্ছি।’
তিনি বলেন,‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। আশা করি, সরকার অনুমতি দেবে এবং শান্তিপূর্ণ জনসভা সফল করতে প্রশাসন যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।’
জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ হানা দিচ্ছে ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি এ সময় বলেন,‘এটি বর্তমান শাসকগোষ্ঠীর শুধু অগণতান্ত্রিক আচরণই নয়, বরং এটি অবৈধ রাষ্ট্রক্ষমতার জোরে দেশব্যাপী আধিপত্য বজায়ের আরও একটি ন্যাক্কারজনক দৃষ্টান্ত।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ,নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

এসটিএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!