X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জোটের বৈঠকের পরই ইসি পুনর্গঠনের প্রস্তাব দেবেন খালেদা জিয়া

সালমান তারেক শাকিল
০৬ নভেম্বর ২০১৬, ২৩:৩১আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ২৩:৩৩

 

 

জাপার (কাজী জাফর) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে খালেদা জিযা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আবদুর রকিব কমিশনের মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিশন পুনর্গঠনের প্রস্তাব দেবে বিএনপি-জোট। শিগগিরই ২০ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে  আলোচনা করে প্রস্তাব নির্ধারণ করে সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া। রবিবার রাতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে বৈঠকে এ ব্যাপারে ইঙ্গিত এসেছে। বৈঠক শেষে জাপার মহাসচিব মোস্তফা জামাল হায়দার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

রবিবার রাত সাড়ে নয়টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জাপার প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক শুরু হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। জাপার নেতৃত্ব দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  ড. টিআই ফজলে রাব্বী চৌধুরী। রাত সাড়ে দশটায় বৈঠক শেষ হয় বলে জানান জাপা চেয়ারম্যান প্রয়াত কাজী জাফর আহমদের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা।

জানা গেছে, বৈঠকে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে বিশেষভাবে নাসিরনগরে হিন্দুদের ওপর হামলা, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে কথা হয়েছে। জাপার নেতারা খালেদা জিয়াকে ইসি পুনর্গঠন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে আরও জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

জাপার মহাসচিব মোস্তফা জামাল হায়দার জানান, ‘শিগগিরই হয়তো জোটনেত্রী এ দু’টি বিষয়ে জাতির সামনে আসবেন। তবে এর আগে তিনি জোটের সঙ্গে বসবেন বলেও জানান। তিনি বলেছেন, যে শিগগিরই এ ব্যাপারে সবাইকে ডাকবেন।’

গত ৩০ অক্টোবর রবিবার রাতে গুলশানে খালেদা জিয়া বিএনপির শীর্ষ কয়েকজন নেতাকে ডেকে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনা করেন। এ নিয়ে তিনি কয়েকজনকে দায়িত্বও দেন প্রস্তাবনা তৈরির।

মোস্তফা জামাল হায়দার জানান, ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শক্তিশালী নির্বাচন কমিশনের কোনও বিকল্প নেই। এ ব্যাপারে আমরা জোর দিয়েছি। খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছি, নির্বাচন কমিশনের পাশাপাশি নিরপেক্ষ সরকারের অধীনে যেন নির্বাচন হয়, এ দু’টি বিষয় নিয়ে তাদের জোর দিতে হবে।’

মোস্তফা জামাল ইঙ্গিত দেন, ‘নির্বাচন কমিশন পুনর্গঠন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতেই পরবর্তী কর্মসূচি নিয়ে আন্দোলনে আসতে পারে বিএনপি-জোট।’

উল্লেখ্য, গত শনিবার রাতে মহিলা দলের সঙ্গে মতবিনিময়সভায় বিএনপি-প্রধান খালেদা জিয়াও এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘শুধু নিরপেক্ষ নির্বাচন কমিশন হলেই চলবে না। পরবর্তী সময়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই জিনিসটা হতেই হবে। এই দু’টি জিনিস হলেই মনে করি, দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। যেখানে সবাই ভোট দিতে যেতে পারবে।’

খালেদা জিয়া এও বলেছিলেন, ‘মানুষকে দীর্ঘদিন ধরে রাখা যায় না। মানুষের মুখ বন্ধ রাখা যায় না। তেমনি মানুষকে দীর্ঘদিন ঘরের ভেতরে বন্দি করে রাখা যাবে না। আমাদের বের হতে হবে সময়মতো। আমরা বের হব। আমরা কর্মসূচি দেব। জনগণকে আমরা পাশে পাব, এই বিশ্বাস আমাদের আছে।’

 /এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!