X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক হামলা হচ্ছে: গণসংহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৬, ১৯:৪৭আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৯:৪৮

 

গণসংহতির বিক্ষোভ সমাবেশ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশে সাম্প্রদায়িক হামলা চলছে বলে অভিযোগ করেছে গণসংহতি আন্দোলন। দলের নেতারা বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে একইসঙ্গে সাম্প্রদায়িক হামলা ও জাতিগত নিপীড়নের ঘটনা ঘটছে। শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে ‘দেশব্যাপী সাম্প্রদায়িক হামলা ও জাতিগত নিপীড়ন রুখে দাঁড়ান’ শীর্ষক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে তারা এই অভিযোগ করেন।

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সব সম্প্রদায়ের মানুষ নাগরিক হিসেবে নিরাপদে বসবাস করবেন, এটাই স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু বাংলাদেশে ভিন্নচিত্র দেখা যাচ্ছে। এখানে হিন্দু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পত্তি, জমি-জমা দখল ও লুট করার লক্ষ্যে তাদের জীবন ও সম্পদের ওপর আক্রমণ করা হচ্ছে।’

জোনায়েক সাকি বলেন, ‘‘বারবার একই ঘটনা ঘটলেও ‘মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন’ সরকার এ ঘটনাগুলো বন্ধ করতে পারেনি। বরং আওয়ামী লীগের নেতাকর্মীরাই বিভিন্ন জায়গায় এসব ঘটনার উস্কানি দিচ্ছে। হামলা করছে।’

জোনায়েদ সাকি বলেন, ‘গাইবান্ধার মহিমাগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের ওপর বর্বর হামলা চালানো হয়। স্থানীয় বেশ কিছু বাঙালি পরিবার বন্ধ হয়ে যাওয়া চিনি কলের কাছ থেকে তাদের পৈত্রিক জমি উদ্ধার করতে সক্ষম হলেও সাঁওতাল সম্প্রদায়ের জমি স্থানীয় সংসদ সদস্যের ছত্রচ্ছায়ায় আওয়ামী লীগ নেতারা ও চিনিকল কর্তৃপক্ষ বর্গা দিয়ে ভোগ দখল করছে।’ তিনি বলেন, ‘সাঁওতালরা তাদের নিজেদের এই জমিতে বসত বাড়ি স্থাপন করলে পুলিশ ও স্থানীয় গুণ্ডাবাহিনী যৌথভাবে হামলা চালায় এবং অজস্র গুলি চালিয়ে খুন-জখম করে এবং প্রায় ৬০০ ঘরে আগুন লাগিয়ে জমি দখলের চেষ্টা চালায়।’

জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আবদুস সালাম, কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, আবুল হাসান রুবেল।  

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো