X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে গণসংহতির জনসংযোগ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৬, ০১:২২আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ০১:৩০



গণসংহতির  গণসংযোগ রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে ঢাকা শহরব্যাপী প্রচারণা শুরু করেছে গণসংহতি আন্দোলন। দলটির ঢাকা মহানগরের উদ্যোগে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মতিঝিল এলাকা পর্যন্ত প্রচারপত্র বিলি, পথসভা ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে দলের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বিশেষজ্ঞদের মতামত ও ইউনেস্কোর তাগিদ দেওয়ার পরও রামপাল প্রকল্প চালিয়ে যাওয়ার তীব্র সমালোচনা করে অবিলম্বে এই প্রকল্প বাতিলের দাবি জানান। তিনি বলেন, ‘এই প্রকল্পে দূষণ রোধের যেসব ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, এতদিন সেগুলো যে ফাঁকিবাজি, তা বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার কোম্পানির এমডি ভারতীয় নাগরিক উজ্জ্বল কান্তি ভট্টাচার্যের বক্তব্য থেকেই স্পষ্ট। উজ্জ্বল কান্তি বাংলাদেশের জনগণকে অবমাননা করছেন, সরকারকে মিথ্যাচারের দোষে দুষ্ট করছেন সরকারেরই প্রশ্রয়ে।’

সাকি বলেন, ‘বাংলাদেশের জনগণ বাংলাদেশের ফুসফুস, রক্ষাকবচ সুন্দরবনের জন্য ক্ষতিকর সমস্ত প্রকল্প যেমন রুখে দেবে, তেমনি রক্তের বিনিময়ে অর্জিত এই দেশের সার্বভৌম মর্যাদাও রক্ষা করবে।’
গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য মনিরউদ্দীন পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য আবুল হাসান রুবেল। আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, আবু বকর রিপন কেন্দ্রীয় সদস্য জান্নাতুল মরিয়ম ও দীপক রায়।
জনসমাবেশ-প্রচারণা ও জনসংযোগের এই কর্মসূচিগুলো ‘তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি’র আগামী ২৬ নভেম্বর ২০১৬ এর মহাসমাবেশ সফলের উদ্দেশ্যে ওই তারিখ পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে চলবে বলে ঘোষণা দিয়েছে গণসংহতি।
জাতীয় প্রেসক্লাবের জনসমাবেশের শেষে সংগঠনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকির নেতৃত্বে প্রেসক্লাব থেকে মতিঝিল পর্যন্ত এলাকায় প্রচারপত্র বিলি, পথসভা ও জনসংযোগ অনুষ্ঠিত হয়। 
বুধবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে নিউমার্কেট ও আজিমপুর এলাকায় বিভিন্ন স্কুল-কলেজের সামনে এই প্রচারাভিযান চলবে বলৈ জানিয়েছে গণসংহতি।

/এসটিএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা