X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে সরকারি সহায়তা বাড়ানোর দাবি তরিকতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৬, ১৭:৫৯আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৮:০২

 

 

বাংলাদেশ তরিকত ফেডারেশন নাসিরনগরের ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের পক্ষ থেকে যে সহায়তা করা হয়েছে, তাকে অত্যন্ত অপ্রতুল বলে অভিযোগ করেছে  আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ তরিকত ফেডারেশন। দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারি এমপি ও মহাসচিব এম এ আউয়াল এমপি বলেছেন,  ‘সরকার ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে। এই সহায়তা কম, তাদের ক্ষতি পুষিয়ে নিতে আরও সহায়তা করতে হবে।’ শনিবার নাসিরনগর পরিদর্শনকালে তারা এই দাবি জানান। দলের দফতর সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়াজী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারি বলেন, ‘নাসিরনগরে হামলার আগে দু’টি ইসলামপন্থী সংগঠনের কর্মসূচি চলছিল। পুরো ব্রাহ্মণবাড়িয়া জনপদে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য খ্যাত। এই পরিস্থিতিতে ভিন্ন সম্প্রদায়ের ওপর হামলার পেছনে অন্য চক্রান্ত আছে। এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। এটি পরিকল্পিত হামলা। পরিকল্পনা করেই একজন হিন্দুব্যক্তির ফেসবুক আইডি ব্যবহার করে হিন্দুদের বাড়িতে হামলা করা হয়েছে। আগুনে পোড়ানো হয়েছে।’

এম এ আউয়াল বলেন, ‘সরকার কোনও অবস্থাতেই নাসিরনগরে হামলার দায় এড়াতে পারে না। পাল্টাপাল্টি দোষারোপ থেকে বেরিয়ে এসে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে হবে। ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর হামলা সহ্য করা হবে না। বাংলাদেশের মানুষ সব সময় ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী।’ তিনি আরও বলেন, ‘নাসিরনগরের ক্ষতিগ্রস্তদের জন্য ঘরবাড়ি নির্মাণ করে দিতে হবে সরকারকে। তাদের উপাসনালয়গুলো ঠিক করতে হবে। ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো দ্রুত পুনর্নির্মাণ করতে হবে।’    

তরিকত ফেডারেশনের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে হিন্দুদের সমবেদনা জানান। এ সময় দলের প্রেসিডিয়ামের সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, ড. মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী, শাহ মিরান আল ক্বাদেরি, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী ফারুকী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ তৈয়্যবুল বসর মাইজভান্ডারিসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল