X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আইভীর নির্বাচন: শামীম ওসমানের ‘অগ্নিপরীক্ষা’

পাভেল হায়দার চৌধুরী
২২ নভেম্বর ২০১৬, ০২:৪৯আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ০২:৪৯

সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকার প্রার্থী মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী হলেও, এ নির্বাচন ওসমান পরিবাররের জন্য এক  অগ্নিপরীক্ষা। বিশেষ করে বেকায়দায় ফেলেছে ওসমান পরিবারের প্রভাবশালী সদস্য ও ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শামীম ওসমানকে। নাসিক নির্বাচনে আইভী জয়ী হলে তা শামীম ওসমানকে যেমন ক্রেডিট দেওয়া হবে আবার ফল বিপর্যয় ঘটলে তার খেসারতও দিতে হবে তাকে। এমনটাই মনে করেন আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা।

এরই অংশ হিসাবে নারায়নগঞ্জ সিটি নির্বাচনের ফসল যাতে ঘরে তোলা এবং ওসমান ও চুনকা (আইভীর পিতা- সৈয়দ আলী আহম্মদ চুনকা) পরিবারের দীর্ঘদিনের বিরোধপূর্ণ পরিস্থিতির অবসান ঘটাতে জোর তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। নাসিক নির্বাচন নিয়ে নৌকার প্রার্থী আইভীকে যেমন অনৈক্য দূর করতে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, তেমনি শামীম ওসমানকেও আইভীর পক্ষে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলের নীতি-নির্ধারকরা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে দলের সভাপতিমণ্ডলির সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এখানে আওয়ামী লীগের কারও আইভীর বিরোধীতা করার সুযেগ নাই। কারও বিরোধীতা করার এমন কোনও ঘটনা ঘটলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মনে করছেন, ‘আইভী মেয়র প্রার্থী হলেও কেন্দ্র থেকে শামীম ওসমানের গতিবিধি বেশি খেয়াল করা হচ্ছে। এটি নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।’

তারা জানিয়েছেন, দলীয় সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি আস্থা ও দলের প্রতি অনুগত থাকলে শামীম ওসমান তথা গোটা ওসমান পরিবার অবশ্যই আইভীর পক্ষে নির্বাচনি কাজে নেমে পড়বেন। আর ব্যক্তিগত রেষারেষীকে আকড়ে রাখলে তারা আইভীর বিপক্ষে থাকবেন। যদিও দলীয় প্রতীক নৌকার অমর্যাদা হয় এমন আত্মঘাতী সিদ্ধান্ত শামীম ওসমান গ্রহণ করবেন না বলে দলের নেতারা মনে করেন।

দলের নীতি-নির্ধারকরা আরও বলেন, শামীম ওসমানকে মনে রাখতে হবে আইভী শেখ হাসিনার প্রার্থী, নৌকার প্রার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের সম্পাদকমণ্ডলীর দুই সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়র প্রার্থী আইভী ও স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান যাতে মিলেমিশে নির্বাচন করে সেজন্য কেন্দ্রের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে এ উদ্যোগ সফলও হয়েছে। খুব শিগগিরই শামীম ওসমান আইভীর পক্ষে নির্বচনি প্রচারে নামবে।’

তারা আরও বলেন, ‘কেন্দ্রের সর্বোচ্চ মহল থেকে দেওয়া এই নির্দেশনা শামীম ওসমানের পক্ষে অমান্য করা কোনোভাবেই সম্ভব নয়। তিনি যদি অমান্য করেন তাহলে, রাজনৈতিক ভবিষ্যত হুমকীর মুখে পড়বে। যা আর কখনও পুনরুদ্ধার করা সম্ভব হবে না শামীম ওসমানের জন্যে।’

আওয়ামী লীগের নীতি-নির্ধারণী সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে দুজনের বিরোধ মিমাংসায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা। এ নিয়ে আইভীকে যেমন কেন্দ্র থেকে বলা হয়েছে, প্রয়োজনে শামীম ওসমানের বাসায় গিয়ে পরামর্শ গ্রহণ করতে। তেমনি শামীম ওসমানকেও বলা হয়েছে, আইভীর বিজয় নিশ্চিত করতে যা যা করণীয় সব কিছু করতে। দুইজনের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা টেলিফোনে কয়েক দফা কথাও বলেছেন।’

দলটির নীতি-নির্ধারকরা জানিয়েছেন, কেন্দ্র থেকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে আইভীর পক্ষে শামীম ওসমানকে কাজ করতে হবে এবং আইভীর বিজয় সুনিশ্চিত করতে হবে। ফলে এর ব্যতয়ের কোনও সুযোগ নেই শামীম ওসমানের।

নীতি-নির্ধারকরা জানান, বিএনপি এ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার ঘোষণায় ক্ষমতাসীনরা নারায়ণগঞ্জ নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাছাড়া স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগের জয়ের হার বেশি হলেও এ যাবতকালে অনুষ্টিত সিটি করপোরেশন নির্বাচনে হারের সংখ্যাই বেশি। গাজীপুর, রাজশাহী, সিলেট, বরিশালসহ বিভিন্ন সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে হারতে হয়েছে। নারায়নগঞ্জেও আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান হেরেছিল স্বতন্ত্র প্রার্থী আইভীর কাছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর গুরুত্বপূর্ণ এক সদস্য জানিয়েছেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন শামীম ওসমানের জন্যে অগ্নিপরীক্ষা। এ পরীক্ষায় শামীম ওসমানের ‘ফেল’ করার সুযোগ নাই। অবশ্যই শামীম ওসমানকে প্রকাশ্য হতে হবে এবং বিজয় নিশ্চিত করতে হবে। নাসিক নির্বাচন ওসমান পরিবারের এ সদস্যের জন্যে অনেকটা ভাগ্য পরীক্ষার মতো হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি নাসিক নির্বাচন নিয়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে আইভী মেয়র হিসাবে পরাজিত হলে শামীম ওসমানের রাজনৈতিক ভাগ্যাকাশে কালোছায়া নেমে আসবে। তেমনি বিজয়ী হলে ভাগ্যাকাশ আরও পরিচ্ছন্ন হবে।’

মেয়র প্রার্থী হিসাবে নারায়ণগঞ্জ থেকে কেন্দ্রে তিন জনের নামের তালিকা পাঠায় স্থানীয় আওয়ামী লীগ। সেখানে আইভীর নাম রাখা হয়নি। কিন্তু নারায়ণগঞ্জ থেকে পাঠানো তালিকা আমলে না নিয়ে নানা সফলতা বিবেচনায় নিয়ে আইভীকেই প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। এরপরই নড়াচড়া শুরু করে দেয় শামীম ওসমান। আইভীর বিরুদ্ধে শামীম ওসমানের বিরোধীতা আঁচ করতে পেরে কেন্দ্রীয় আওয়ামী লীগও ‘সিরিয়াস’ হয়ে উঠেছে। আইভীর বিরোধীতা না করে পক্ষে কাজ করতে শামীম ওসমানকে বিভিন্ন নির্দেশ দেওয়া অব্যাহত রেখেছে।

গত শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আইভীকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করে নৌকা প্রতীক তার হাতেই তুলে দেয়। আইভীর হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে শামীম ওসমানকে অগ্নিপরীক্ষায় ফেলে দিয়েছে আওয়ামী লীগ। শুধু তাই নয়, শামীম ওসমানকে আইভীর পক্ষে কাজ করার নির্দেশও দিয়ে দিয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগের সাংগঠনিক জেলার রাজনীতি দেখভালের দায়িত্বে থাকা ডা. দীপু মনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র হিসাবে আওয়ামী লীগের প্রার্থী। তারপক্ষে কাজ আওয়ামী লীগের সবাইকেই করতে হবে। মনে রাখতে হবে আইভী নৌকার প্রার্থী। এখানে অমুক, তমুক বা শামীম ওসমানকে কাজ করার জন্যে বলতে হবে কেন? আইভী আওয়ামী লীগের প্রার্থী সবাই তার জন্যে কাজ করবেন।’

জানতে চাইলে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেউ যাদি গিয়ে থাকে তাকে অবশ্যই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাদে শাস্তি পেতে হবে।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী আইভী।তাই নারায়ণগঞ্জর সবাইকেই তার পক্ষে কাজ করতে হবে। এর কোনও বিকল্প নেই।’

/পিএইচসি/এসএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা