X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘নিরপেক্ষ নির্বাচন হলে আ. লীগের জামানত থাকবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৬, ১৭:০৪আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৭:২৬

ড. খন্দকার মোশাররফ হোসেন নিরপেক্ষভাবে সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে আওয়ামী লীগের জামানত থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচনে যেতে ভয় পায়। তারা জানে নির্বাচনে গেলে তাদের জামানত থাকবে না। আওয়ামী লীগকে জনগণ ক্ষমতায় আনেনি। এ সরকার ফখরুদ্দিন-মইনুদ্দিনের ফসল।’ শনিবার দুপুরে ভাসানী ভবনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

মিয়ানমারের মুসলমানদের ওপর নির্যাতন প্রসঙ্গে  ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘মিয়ানমারে কিভাবে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, যা সহ্য করা না। বিবেক নাড়া দিয়ে ওঠে। বাংলাদেশে ৯০ ভাগ মানুষ মুসলমান হওয়ার পরও দেশের সরকার ক্ষমতা হারানো ভয়ে কোনও কথা বলছে না। রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতেও দিচ্ছে না এ সরকার।’ এ সময় তিনি রোহিঙ্গাদের দেশে ঢুকতে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়। তারা জানে খালেদা জিয়ার পরই তারেক রহমান বিএনপির নেতা। তাই তারেক রহমানকে শেষ করে দেওয়ার জন্য তার ওপর এত মামলা হামলা।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন, সুলতানা আহমেদ, হেলেন জেরিন ও জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র নেতাকর্মীরা।  

এদিকে নয়া পল্টনে পৃথক একটি অনুষ্ঠানে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য সরকারকে প্রতি দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয়ের জন্য এলে তাদের নৌকা ফিরিয়ে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশ ৯০ ভাগ মুসলিম প্রধান দেশ।’

 

সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘৯০ ভাগ মুসলমানের দেশের সরকার হয়েও আওয়ামী লীগ মিয়ানমার সরকারের বিরুদ্ধে কোনও কথা বলছে না। ক্ষমতা হারানোর এতই যে, শুধু বক্তব্য দিয়েই নিজের দায় সেরে ফেলেছে সরকার।’

 /এসটিএস/এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া