X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘এই সরকার সংবিধান মানে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৬, ১৭:৫৮আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৮:০৪

 

 

শামসুজ্জামান দুদু বাংলাদেশের সংবিধান জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘বাংলাদেশে যে সংবিধান আছে, তা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি। বর্তমান অগণতান্ত্রিক সরকার সংবিধান মানে না।’ শনিবার (২৬ নভেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘সার্কের ভবিষ্যত ও বাংলাদেশের অবস্থান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘গত ৪৪ বছরে যারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের পরিণতির কথা একবার ভাবুন। আরেকবার যদি গণতন্ত্রের পক্ষে কালেবৈশাখী ঝড় উঠে আসে, সেই ঝড় থামানোর ক্ষমতা আপনাদের নেই, সিংহাসন তছনছ হয়ে যাবে।’

বাংলাদেশের সার্ক সম্মেলন বর্জন করা প্রসঙ্গে সাবেক এই ছাত্রদলের সভাপতি বলেন, ‘কাশ্মির ইস্যু নিয়ে পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বের কারণে ভারত বর্জন করেছে। সেটিই অনুসরণ করেছে বাংলাদেশ। অথচ তাদের দেশের গণতন্ত্রকে অনুসরণ করছে না সরকার। এটি বোকামি ছাড়া আর কিছুই নয়।’

আয়োজক সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী, বিএনপি নেতা ইসমাইল তালুকদার খোকন, শরিফুল ইসলাম, কাজী মনির প্রমুখ।

/আরএআর/ এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া