X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নির্বাচন পর্যবেক্ষণে নারায়ণগঞ্জে যাচ্ছে আ.লীগের টিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৬, ২০:৫২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ২০:৫৩

আওয়ামী লীগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন পর্যবেক্ষণ করতে সেখানে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলটির নীতি নির্ধারণী সূত্র জানায়, শুক্রবার নারায়ণগঞ্জের উদ্দেশে প্রতিনিধি দল রওনা হবে।
নাসিক নির্বাচন সমন্বয়ের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মুহিবুল হাসান নওফেলসহ প্রতিনিধি দলে আরও রয়েছেন, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল।
প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে নারায়ণগঞ্জের চাষাড়ায় দলীয় কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলবেন বলেও জানা গেছে।
আইভীর নির্বাচন পর্যবেক্ষণ করতে শুক্রবার নারায়ণগঞ্জে যাওয়ার কথা জানিয়ে সুজিত রায় নন্দী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিকালে নারায়ণগঞ্জ যাব। সেখানে স্থানীয় নেতাদের সঙ্গে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছি। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গেও কথা বলব।’

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে দলের প্রার্থীর পক্ষে প্রচারণা, ভোট চাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তাই এই প্রতিনিধি দল সেখানে গেলেও আইভীর পক্ষে প্রচারণায় অংশ নেবেন না।

দলের কেন্দ্রীয় কয়েকজন নেতা জানান, নারায়ণগঞ্জে নৌকার পক্ষে প্রচারণায় যাবে সরকার সমর্থক ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল। এদের মধ্যে রয়েছে, তরিকত ফেডারেশন ও জাকের পার্টি। সঙ্গে থাকবে ওলামা লীগ। দলগুলো নারায়ণগঞ্জে ওলামা-মাশায়েখদের সঙ্গে কথা বলবেন। আইভীর পক্ষে, নৌকার পক্ষে ওলামা মাশায়েখদের ঐক্যবদ্ধ করবেন তারা। তবে তরিকত ফেডারেশন ১৪ দলীয় জোটে অর্ন্তভূক্ত না থাকলেও জোটের বিভিন্ন সভায় তাদের উপস্থিত থাকতে দেখা গেছে।

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা