X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জিয়ার মাজার সরানোর ষড়যন্ত্র টিকবে না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৬, ১৫:০৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৬:২৩

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকার জিয়াউর রহমানের মাজার সরানোর জন্য যে ষড়যন্ত্র করছে তা টিকবে না, বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সিরডাপ মিলনায়তনে ‘ব্যারিস্টার্স ফর চেইঞ্জ’ কর্তৃক আয়োজিত ‘বর্তমান শাসনামলে সাম্প্রদায়িক উগ্রবাদ ও আইনের শাসন বিষয়ক আলোচনা সভা’য় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, ‘যিনি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, দেশের জন্য নিবেদিত ছিলেন, সেই জিয়ার মাজার সরানোর যে ষড়যন্ত্র করছেন তা করতে পারেন। আপনাদের হাতে ক্ষমতা। কিন্তু সেই ষড়যন্ত্র টিকিয়ে রাখতে পারবেন না, ষড়যন্ত্র সফল হবে না। মানুষের মাঝে যে জিয়া আছে তাকে সারা জীবনেও সরানো যাবে না।’
দেশে আইনের কোনও শাসন নেই মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমানে আইনের শাসনের নামে মানুষের ওপর নির্যাতন, অত্যাচার, জুলুম চলছে। আইন করা হয়েছে দলের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে নয়। এ সরকার নিজেদের ইচ্ছে মত আইন প্রণয়ন করছে। যখনই কোনও আইন তাদের বিপক্ষে যায় তখনই সেটা পরিবর্তন করে।’
আওয়ামী লীগ পুলিশ কলেজে ঢুকে একজন শিক্ষককে পিটিয়ে মেরে ফেলছে, আইনশৃঙ্খলা বাহিনী আইনজীবীদের পিটিয়ে হত্যা করে মামলা দিয়ে কারাগারে পাঠাচ্ছে, বলেও এসময় ক্ষোভ প্রকাশ করেন ফখরুল।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘একসময় যিনি শেখ মুজিবুর রহমানকে হত্যা ও উৎখাতের জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তিনি এখন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগ কোথায়? তাদের দলে কি তথ্যমন্ত্রী হওয়ার কেউ নেই।’

নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এমন মন্তব্য করে ফখরুল আরও বলেন, ‘মামলা দিয়ে বেগম খালেদা জিয়া দমিয়ে রাখা যাবে না।’

ব্যারিস্টার আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া প্রমুখ।

/এসটিএস/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’