X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ‘ডাবল’ বিজয় চায় আওয়ামী লীগ

পাভেল হায়দার চৌধুরী
১৩ ডিসেম্বর ২০১৬, ২১:০৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ২১:২৫






নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন থেকে দুটি বিজয় ঘরে তুলে আনতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করেই জিততে চায় সরকার। পাশাপাশি নৌকার জয় নিশ্চিত করে জনপ্রিয়তার উর্ধ্বগতি প্রমাণ করতে চায় আওয়ামী লীগ। প্রতীক নৌকা যাতে পরাজিত না হয়, আওয়ামী লীগ সেটা বিশেষ গুরুত্বের সঙ্গে নিয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জের নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনওভাবেই সরকার বিরোধী আন্দোলনের নতুন ইস্যু তৈরি না হয়, সেদিকেও বিশেষ নজরে রয়েছে ক্ষমতাসীনদের। দলটির নীতি-নির্ধারণী সূত্রগুলো এমন আভাসই দিয়েছেন। তারা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের বেশি দেরি নেই। তাই নারায়ণগঞ্জে ‘প্রশ্নবিদ্ধ’ নির্বাচন করে এই মুহূর্তে সরকার কোনও সমালোচনার মুখোমুখি হতে চায় না। আবার নৌকার পরাজয়ও দেখতে চায় না আওয়ামী লীগ। আইভীর হাত ধরে দুটি বিজয় চায় আওয়ামী লীগ


সূত্রগুলো বলছে, প্রশ্নবিদ্ধ নির্বাচন যেমন দেশে-বিদেশে সরকারের ভাবমূর্তি নষ্ট করবে, তেমনি নৌকার প্রার্থী পরাজিত হলে সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবলেও চিড় ধরবে। সুতরাং দুটি বিজয়ই এই মুহূর্তে জরুরি। এই দুটি বিষয়ের গুরুত্ব অনুধাবন করে নারায়ণগঞ্জে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হিসাবে ডা. সেলিনা হায়াৎ আইভীকে বেছে নিয়ে তার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায় মনে করে, আইভীর হাতে নৌকা তুলে দিলে অনায়াসেই দুটি বিজয় ঘরে তুলে আনতে পারবে তারা। পাশাপাশি শতভাগ নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলা করাও যাবে নিশ্চিন্তে। সুতরাং নারায়ণগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে সরকার ভাবমূর্তি উজ্জ্বল রাখার পরিকল্পনা গ্রহণ করেছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শীর্ষস্থানীয় নেতাদের দৃঢ় বিশ্বাস, নিরপেক্ষতা নিশ্চিত করেই নারায়ণগঞ্জের নির্বাচনে সরকার জিতবে, নৌকাও জিতবে। আর সে কারণেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব ‘ভীষণ সিরিয়াস’।
এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের সমন্বয়ক কাজী জাফরউল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইভী নারায়ণগঞ্জে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী, তাই আওয়ামী লীগ তাকেই প্রার্থী করেছে। সেখানে সরকার নিরপেক্ষ নির্বাচন যেমন নিশ্চিত করতে চায়, তেমনি নৌকার বিজয়ও নিশ্চিত করতে চায়।’ আর দুটো লক্ষ্যপূরণই আইভীকে দিয়ে সম্ভব বলে দাবি করেন জাফরউল্যাহ।
আওয়ামী লীগের নীতি-নির্ধারণী সূত্র জানায়, বিতর্কের উর্ধ্বে থেকে নির্বাচন করার জন্যই নারায়ণগঞ্জে আইভীকে মনোনয়ন দিয়েছে দলটি। পাশাপাশি নৌকার বিজয় নিশ্চিত করাও আইভীর পক্ষেই সম্ভব বলে মনে করছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। নাসিক নির্বাচনে আইভীর মনোনয়ন নিয়ে নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে কোন্দল তৈরি হলেও তা আমলে নেননি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের বিজয় আইভীকে দিয়ে সম্ভব বলেই নৌকা প্রতীক তার হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আমাদের দলের কেন্দ্রীয় নেতারা (যারা এমপি মন্ত্রী নন) সবাই এ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। আশা করি সেখানে আইভী মেয়র হিসাবে নির্বাচিত হবেন।’ প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এর জন্য সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে সরকার বিতর্কের উর্ধ্বে থাকবে। পাশাপাশি নৌকার প্রার্থী জয়ী হবে।’
আওয়ামী লীগের নীতি-নির্ধারণী সূত্রগুলো আরও জানায়, দলটি নিরপেক্ষ নির্বাচন করেই বিপুল ভোটে আইভীর বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। নারায়ণগঞ্জে প্রচারণায় যাওয়া কেন্দ্রীয় নেতাদের ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়তে শুরু করেছে। জানা গেছে, দুই দিন আগে নারায়ণগঞ্জ নির্বাচনে দায়িত্ব পালন করছেন এমন দুজন নেতার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা হয়। সেই আলোচনায় ওই দুই নেতা প্রধানমন্ত্রীকে নিশ্চিত করেছেন, আইভী বিপুল ভোটে বিজয়ী হবেন। ধীরে ধীরে ভোটের হাওয়া আইভীর পক্ষে আসতে শুরু করেছে। তখন প্রধনমন্ত্রী বলেন, ‘সেই হিসাব করেই আইভীকে প্রার্থী দেওয়া হয়েছে।’ জানা গেছে, আভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে ওই দুই নেতার সঙ্গে কথা হয়েছে শেখ হাসিনার। তারা প্রধানমন্ত্রীকে অবহিত করেন, অল্প কিছু সমস্যা এখনও রয়েছে। তবে সবাই কাজ করছেন আইভীর পক্ষে। কেন্দ্রের নিবিড় পর্যবেক্ষণের ফলে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কোনও নেতাকর্মী আইভীর বিরুদ্ধে যাওয়ার মত দুঃসাহস দেখাতে পারছে না।
আওয়ামী লীগের অপর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নারায়ণগঞ্জে প্রার্থীর জনপ্রিয়তা এবং নৌকার জনপ্রিয়তা নিয়ে অনায়াসেই জিতে আসবেন সেলিনা হায়াৎ আইভী।’ শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে জানিয়ে এই নেতা আরও বলেন, ‘নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তোলার সুযোগ পাবে না।’
/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!