X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ ব্যস্ত হলে শরিকরাও ব্যস্ত, নইলে তারা অলস

পাভেল হায়দার চৌধুরী
১৬ ডিসেম্বর ২০১৬, ০৬:৩৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ২৩:১৭

১৪ দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে ক্ষমতাসীনরা ছাড়াও রয়েছে ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু), জাসদ (আম্বিয়া), সাম্যবাদী দল, গণ আজাদী লীগ, গণতন্ত্রী পার্টি, গণতান্ত্রিক মজদুর পার্টি, তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি  (জেপি), বাসদ (রেজাউল), কমিউনিস্ট কেন্দ্র ও ন্যাপ। জোটভুক্ত এসব রাজনৈতিক দলগুলোর আদর্শ, মত ও লক্ষ্য-উদ্দেশ্য পৃথক হলেও পৃথক কোনও রাজনৈতিক কর্মকাণ্ড তাদের নেই বললেই চলে। দীর্ঘদিন যাবত এই দলগুলো আওয়ামী লীগের উপর ভর করেই রাজনীতিতে টিকে আছে। এসব দলগুলোর নিজেদের পৃথক কোনও রাজনৈতিক কর্মকাণ্ড চোখে পড়ে না। তাছাড়া নামে ১৪ দলীয় জোট হলেও আসলে দল রয়েছে আওয়ামী লীগসহ ১৩টি। সম্প্রতি জাসদ ভেঙে দুইটি হওয়ায় এই নিয়েই ১৩টিতে রয়েছে ১৪ দল। গণফোরাম জোট থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ১৪ দল আর চৌদ্দতে নাই।

দেখা গেছে, রাজনৈতিক দলের লক্ষ্য নির্বাচন হলেও ওয়ার্কার্স পার্টি ও জাসদ বাদে জোটের অন্য রাজনৈতিক দলের কাউকে জাতীয় বা স্থানীয় কোনও নির্বাচনেও এ যাবত সময়ে শরিক হতে দেখা যায়নি। বিভিন্ন সময়ে অনুষ্ঠিত নির্বাচনে তাদের আওয়ামী লীগকে সমর্থন দিয়ে আসতে দেখা গেছে। ওয়ার্কার্স পার্টি-জাসদ দর কষাকষি করে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে জাতীয় নির্বাচনে আসন নেয়। অন্য দলগুলো লক্ষ-উদ্দেশ্য ও আদর্শ নিয়ে ভিন্ন কোনও কাজেই নেই। রাজনৈতিক বিশ্লেষকদের কাছে জোটের অন্য রাজনৈতিক দলের ভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড না থাকার ঘটনা অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক ও ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচন কমিশন নিবন্ধিত একটি রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকে। নিজস্ব রাজনৈতিক মত-পথ থাকে এটাই স্বাভাবিক। আবার মিত্রদের সঙ্গেও কর্মকাণ্ড থাকবে এবং পালন করবে। কিন্তু সেটা নিজেদের আদর্শিক রাজনৈতিক কর্মকাণ্ড বাদ দিয়ে নয়।’ তিনি আরও বলেন, ‘দেখা যায় জোটভুক্ত রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক ও আদর্শিক কর্মকাণ্ড থেকে একেবারেই নিষ্ক্রিয়। এটা অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত।’   

অনুসন্ধানে দেখা গেছে কোনও রাজনৈতিক ইস্যুতে আওয়ামী লীগ ব্যস্ত হলে জোটভুক্ত দলগুলোও ব্যস্ত হয়ে পড়ে। তাছাড়া অলস সময়ই কাটে এসব দলের। এই জোটের ভেতরে কোনও কোনও দল রয়েছে যাদের রাজনৈতিক কার্যালয়ও নেই। পূর্ণাঙ্গ কমিটিও নেই অনেক রাজনৈতিক দলের। আহবায়ক যুগ্ম আহবায়ক দিয়ে কেটে যাচ্ছে বছরের পর বছর। রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে প্রেস রিলিজ নির্ভর হয়ে। তবে ওয়ার্কার্স পার্টি ও জাসদ ছাড়া অন্য দলগুলোর সম্মেলনও হয় না। এই দল দুটি জাতীয় সংসদ নির্বাচনে জোটের হয়ে নির্বাচন করে কয়েকজন সংসদ সদস্যও নির্বাচিত হওয়ায় এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় থাকায় দল দুটির কার্যালয় কিছুটা সরগরম থাকে। রাজনৈতিক কর্মকাণ্ডেও খানিকটা দৃশ্যমান রয়েছে তারা। অন্যদের দশা মৃতপ্রায়।

খোঁজ নিয়ে দেখা গেছে, কেবল যৌথ কর্মসূচিতেই উপস্থিতি দেখা যায় জোটের শরিক দলগুলোকে। ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ১৪ দলের বৈঠক আহবান করলে কেবল তাদের অংশগ্রহণ করতে দেখা যায়। আর তাদের অস্তিত্ব ফুটে উঠে। অবশ্য কিছু দিবসকেন্দ্রিক ও জাতীয় ইস্যুতে দলীয় প্যাডে গণমাধ্যমে প্রেস রিলিজ দিয়ে দলগুলো যে আছে তা প্রমাণ করা হয়। জানা গেছে, ১৪ দলের শরীক কমিউনিস্ট কেন্দ্র। এ সংগঠনের সুনির্দিষ্ট রাজনৈতিক কার্যালয় নেই। সংগঠনের কোনও কর্মকাণ্ডও নেই। এমনকি নেই পূর্ণাঙ্গ কমিটিও। অজয় দাশগুপ্ত চলে যাওয়া পরে এ দলটি আহবায়ক দিয়েই চলছে বছরের পর বছর। ওয়াজেদুল ইসলাম আহবায়ক ও আর যুগ্ম আহবায়ক করা হয় ৫ জনকে। সম্মেলন ছাড়াই হয় আহবায়ক ও যুগ্ম আহবায়কের কমিটি। এর মধ্যে যুগ্ম আহবায়ক ৪ জনই মারা গেছেন। একমাত্র ডা. অসিত বরণই বেঁচে আছেন। জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আমাদের কাজকর্ম অব্যাহত রেখেছি।’ ডা. অসিত আরও বলেন, ‘আমাদের লক্ষ্য মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন। সেই লক্ষ্যে আমাদের একটি জোট রয়েছে ১৪ দল। এখানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসাবে আওয়ামী লীগ একটি বড় সংগঠন। তাদের নেতৃত্বেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।’ সাংগঠিনকভাবে ভঙ্গুর অবস্থায় রয়েছে অন্য সংগঠনগুলোও। সাম্যবাদী দল, গণ আজাদী লীগ, গণতন্ত্রী মজদুর পার্টি দীর্ঘদিন যাবত সাধারণ সম্পাদক নির্ভর দল হয়ে আছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে গনতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আমাদের মত করেই দলীয় কর্মসূচি পালন করে আসছি।’ গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমীর কুমার বোস বলেন, ‘আমরা আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি।’ সাম্যবাদী দলও সাধারণ সম্পাদক নির্ভর। এ প্রসঙ্গে জানতে চাইলে দলটির সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘আমরা ছোট রাজনৈতিক দল। তাই আমাদের কর্মকাণ্ড আপনাদের চোখে পড়ে না।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে জোট আছে ঠিকই, আমরা আমাদের দলের কাজও করছি। আমাদের জাতীয়-আন্তর্জাতিক অবস্থান আছে। ২৭ ডিসেম্বর আমাদের জাতীয় কংগ্রেস সেখানে দাওয়াত রইল। আমাদের দলের অবস্থান দেখবেন। শরিক দল অন্যদের এ অবস্থা হতে পারে, আমাদের এই দুরবস্থা নাই।’ জাসদ (আম্বিয়া) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, ‘শরীক দলগুলোর রাজনৈতিক পৃথক কোনও কর্মকাণ্ড নেই, এটা সত্য নয়। আমরা সবগুলো ইস্যুতে পৃথক কর্মসূচি পালন করি। তবে যেহেতু আওয়ামী লীগের সঙ্গে আদর্শিক জোট আমাদের গড়ে উঠেছে সেই ক্ষেত্রে স্বভাবতই আমরা জোটবদ্ধভাবে কর্মসূচি বেশি পালন করি।’ শরীক দল ন্যাপের নেতা অ্যাডভোকেট এনামুল হক বলেন, ‘জোটের বাইরে পৃথক কর্মসূচি বা রাজনীতি শরীক দলের নেই, এটা ভ্রান্ত ধারণা।’ তিনি বলেন, প্রত্যেকেই যার যার দলের কাজ করছে।   

আরেকজন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনতাসীর মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপির জোটে যেসব রাজনৈতিক দল রয়েছে তাদের বেশিরভাগ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড নাই। এসব দলগুলোর জোটের নেতৃত্বাধীন দলের সঙ্গে একাকার হয়ে গেছে।’ তিনি বলেন, ‘প্রত্যেকটি রাজনৈতিক দলের পৃথক আদর্শ ও এজন্ডা থাকে-এটাই নিয়ম। কিন্তু বড় দুই দলের সঙ্গে জোটভুক্ত কোনও দলেরই পৃথক কর্মকাণ্ড চোখেই পড়ে না। যা শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, অস্বাভাবিকও।’    

জোটের শরিক বিদায় এ প্রসঙ্গে প্রকাশ্যে কোনও কথা বলতে রাজি নয় আওয়ামী লীগের নেতারা। যদিও বিষয়টি নিয়ে তাদের ভেতরে সমালোচনা আছে। নাম প্রকাশ না করার শর্তে সভাপতিমণ্ডলীর এক সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাদের কর্মী-সমর্থক নেই। তো কীভাবে তারা কর্মকাণ্ড চালাবে।’ জানতে চাইলে সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘জোটভুক্ত রাজনৈতিক দলগুলো আমাদের সঙ্গে তো রয়েছে। এখানেও তারা রাজনৈতিক কর্মকাণ্ডই চালাচ্ছে।’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘এ প্রসঙ্গে আমার কোনও বক্তব্য নেই।’

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না