X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খালেদার প্রস্তাবিত সার্চ কমিটির সদস্যদের নাম জানেন না বিএনপি নেতারা!

সালমান তারেক শাকিল
১৮ ডিসেম্বর ২০১৬, ২৩:০২আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৬:১৯

নির্বাচন কমিশন গঠন ইস্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ছবি: পিআইডি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে দেওয়া খালেদা জিয়ার লিখিত প্রস্তাবে সার্চ কমিটির কারও নাম আছে কিনা, এ নিয়ে অন্ধকারে রয়েছেন খোদ বিএনপির শীর্ষ নেতারাই। রবিবার বিকাল সাড়ে চারটায় নির্বাচন কমিশন (ইসি) গঠন ইস্যুতে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সংলাপ অনুষ্ঠিত হয়। এই বৈঠকে রাষ্ট্রপতিকে যে লিখিত প্রস্তাব দিয়েছেন খালেদা জিয়া, সেখানে সার্চ কমিটির কোনও সদস্যের নাম প্রস্তাব করেছেন কিনা—এ বিষয়ে বিএনপির শীর্ষ থেকে মধ্যম সারির কোনও নেতাই কিছু বলতে পারছেন না।  এ প্রসঙ্গে বৈঠকে অংশ নেওয়া স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়া তার প্রস্তাবনা নিয়ে প্রথমে সংক্ষিপ্তভাবে রাষ্ট্রপতিকে জানান। এরপর তিনি  একটি লিখিত প্রস্তাবনা দেন। এই লিখিত প্রস্তাবনায় কী ছিল, তা আমরা জানি না।’

যদিও রবিবার সন্ধ্যায় নয়াপলন্টস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাষ্ট্রপতির কাছে খালেদা জিয়ার পূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছে। খালেদা জিয়া সুনির্দিষ্টভাবে অভিমত দিয়েছেন রাষ্ট্রপতিকে।’ তিনি বলেন, ‘রাষ্ট্রপতি এই অভিমতও প্রকাশ করেছেন যে, গণতান্ত্রিক রাষ্ট্রে আলোচনা ও সংলাপের কোনও বিকল্প নেই। এই সমস্যার সমাধানও আলোচনার মাধ্যমে হতে হবে বলেও রাষ্ট্রপতি মত দিয়েছেন।’

প্রেস ব্রিফিংকালে বিএনপির মহাসচিব বলেন, ‘তিনটি মূল প্রস্তাব ছিল আমাদের আলোচনায়। একটি হচ্ছে বাছাই কমিটি গঠন, তা হতে হবে নিরপেক্ষ ও সব দলের কাছে গ্রহণযোগ্য। দ্বিতীয়ত, নির্বাচন কমিশনে যারা থাকবেন, তারাও যেন নিরপেক্ষ থাকেন। তৃতীয়ত, আরপিও সংশোধনের বিষয়টি। শক্তিশালী ইসি গঠন করতে হবে, সেটিও আলোচনায় ছিল।’ইসি গঠনের লক্ষ্যে বাছাই কমিটিতে কাদের রাখা যেতে পারে, এ নিয়ে গত সপ্তাহেই ৬ জনকে নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন খালেদা জিয়া। ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতিকে দেওয়া প্রস্তাবে নামের বিষয়ে কেবল এই ৬ জনই জানেন।

যদিও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল শনিবার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘রাষ্ট্রপতি চাইলে বিএনপি নামের তালিকা দেবে।’

রবিবার সন্ধ্যায় ব্যক্তিগত আলাপে বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি অত্যন্ত গোপনীয়। এ নিয়ে কিছুই বলতে পারছেন না তারা।’

গোপনীয়তার বিষয়টির ব্যাখ্যা করেন জমির উদ্দিন সরকার। তিনি বলেন, ‘হতে পারে বিএনপি ২০টি নাম দিয়েছে। সে ক্ষেত্রে আওয়ামী লীগ কিছু নাম দেবে। দুই দলের তালিকাতেই কমন নাম পড়তে পারে। এ কারণেই হয়তো বিষয়টি গোপন রাখা হয়েছে।’

বিএনপির মধ্যমসারির একজন নেতা বলেন, ‘রাষ্ট্রপতিকে বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, তিনি যেন তালিকা বিষয়ে প্রকাশ্যে কিছু না বলেন।’

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল (ছবি: পিআইডি)

এর আগে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন ইস্যুতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকে বসে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। রবিবার বিকেল ৪ টা ২৬ মিনিটে শুরু হওয়া বৈঠক শেষ হয় বিকেলে সাড়ে ৫টায়।

প্রতিনিধি দলে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার ও ব্যক্তিগত সহকারী শামসুর রাহমান শিমুল বিশ্বাস। এছাড়া ব্যক্তিগত ফটোগ্রাফার নুর উদ্দিন আহমদ বঙ্গভবনে ঢুকতে পারেননি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিএনপিসহ ৫টি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে আলোচনার জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই সংলাপ শুরু হচ্ছে ১৮ ডিসেম্বর রবিবার। এছাড়া ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ ও ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) (ইনু) সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি।

এর আগে গত ১৮ নভেম্বর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক অনুষ্ঠানে ইসি গঠনের প্রস্তাব দেন খালেদা জিয়া। আগামী বছরের ফেব্রুয়ারিতে রকিব কমিশনের মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন কমিশন গঠনের প্রস্তাব দেন তিনি। প্রস্তাবে খালেদা জিয়া নতুন নির্বাচন কমিশন গঠন, কাদের নিয়ে গঠিত হবে, বাছাই কমিটি, বাছাই কমিটির কাঠামো, নির্বাচন কমিশন শক্তিশালীকরণে দলের বিস্তারিত সুপারিশ তুলে ধরেন। এরপর এই প্রস্তাব নিয়ে জোর তৎপরতা চালায় বিএনপি। গত ৫ ডিসেম্বর বিএনপির সিদ্ধান্ত ছিল, এক সপ্তাহের মধ্যে আলোচনার জন্য রাষ্ট্রপতির সম্মতি না পেলে বিকল্প পথে প্রস্তাব পৌঁছে দেওয়া হবে। সে অনুযায়ী দলের ভাইস চেয়ারম্যান রুহুল আমিন চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বঙ্গভবনে প্রস্তাব দিয়ে আসেন গত সপ্তাহে। এর আগে গত ২০ নভেম্বর খালেদা জিয়ার প্রস্তাব জানাতে রাষ্ট্রপতির একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারকে ফোন করে সময় চেয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ২৩ নভেম্বর সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে সময় চাওয়া হবে।’এ দিনই দলের মহাসচিবের স্বাক্ষরিত একটি চিঠি বঙ্গভবনে পৌঁছে দেয় বিএনপির একটি প্রতিনিধি দল।

আরও পড়ুন:

সব দলের ঐকমত্যের ভিত্তিতেই ইসি গঠন করতে হবে: মির্জা ফখরুল

রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির বৈঠক: নয়া পল্টনে ব্রিফ করবেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি চাইলেই সার্চ কমিটি ও নির্বাচন কমিশনারদের নাম দেবে বিএনপি

রাষ্ট্রপতিকে নির্বাচনকালীন সরকারের প্রস্তাব দেবে বিএনপি ও এলডিপি

/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা