X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘অন্ধকারে ঢিল ছুড়বেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৬, ২০:১৭আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ২৩:১৫

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি নেতাদের বলব, নালিশ করার পুরনো অভ্যাস ত্যাগ করুন। না জেনে, না শুনে অন্ধকারে ঢিল ছুড়বেন না।’ বুধবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের নিয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি তাদের জনপ্রিয়তা যাচাইয়ের টেস্ট কেস হিসেবে এই নির্বাচনে অংশ নিয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিজয়ী হলে হলে বিএনপি বলবে, সরকারের গ্রহণযোগ্যতা নেই। নির্বাচনে পরাজিত হলে বিএনপি বলবে, সরকার নির্বাচনে কারচুপি করে তাদের বিজয়কে ছিনতাই করেছে। আমরাও বিএনপি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করে তাদের আন্দোলন করার কোনও সুযোগ দেব না।’

‘জিতলে সব ঠিক আর হারলে কারচুপি’ বিএনপিকে এই মানসিকতা পরিহার করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের আগেই বিএনপির হেরে যাওয়ার মানসিকতা গড়ে উঠেছে। বিএনপি জিতলে সব ভালো,  হেরে গেলে খারাপ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়েও এখন তারা কারচুপির আশঙ্কা করছে, যা হয়তো কাল পর্যন্ত চলবে।’

নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনকে স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে আমরা সহযোগিতা করছি। তারা যেখানেই যা চাচ্ছে, তাতে সরকারও যা করণীয়, তা করছে। আওয়ামী লীগও দল হিসাবে সংযম সহিষ্ণুতা দেখাচ্ছে।’

মানুষ যেন সুষ্ঠু ও অবাধে ভোট দিতে পারে, এমন ব্যবস্থা নিতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর দাবি করেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘এই দাবিটা তিনি (আইভী) সরকারের কাছে করেননি, নির্বাচন কমিশনের কাছে করেছেন। একজন প্রার্থী হিসেবে স্বাধীন নির্বাচন কমিশনের কাছে এমন দাবি করার অধিকার আইভীর রয়েছে।’

খালেদা জিয়া যেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে প্রচার করতে পারেন, তার জন্য নির্বাচন কমিশন আইন পরিবর্তন করা হয়েছে—বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এমন দাবি অমূলক, ভ্রান্ত ও ভিত্তিহীন। নির্বাচনের ৭২ ঘণ্টা আগেই বহিরাগতদের এলাকা ছাড়তে হবে এই বিধানটা নির্বাচন কমিশন হঠাৎ করেই করেনি। অতীতের সিটি করপোরেশন নির্বাচনের সময়ও এটি ছিল। কিন্তু বিষয়টি বিএনপির মতো একটা দল জানে না?’
ওবায়দুল কাদের বলেন, ‘এ নির্বাচন নিয়ে নানা টানাপড়েনের কথা বলা হলেও এখন নির্বাচন নিয়ে খুবই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তার ফল আমরা বৃহস্পতিবার দেখতে পাব।’

/ইএইচএস/এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা