X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নাসিক নির্বাচন নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৬, ১৪:২৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৪:২৮





রুহুল কবীর রিজভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানের অভিযোগ আমলে নিয়ে নির্বাচনের ভোটগ্রহণ, গণনা, ফলাফল ইত্যাদি বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিএনপি।  শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের অবস্থান ব্যক্ত করে এই কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃস্পতিবার নাসিক নির্বাচনে ভোট গণনা শেষে ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯৬ হাজার ০৪৪ ভোট। এই হিসাবে ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আইভী। ফল ঘোষণার পর ‘সূক্ষ্ম কারচুপির’ অভিযোগ করেন সাখাওয়াত।
রিজভী বলেন, ‘বিএনপি গণতন্ত্রে আস্থাশীল একটি দল, নির্বাচনে বিশ্বাসী একটি গণভিত্তিক সংগঠন। জনপ্রতিনিধি নির্বাচনে জনমতের প্রতিফলনকে সম্মান প্রদর্শন করে বিএনপি। গতকাল নাসিক নির্বাচনে বাহ্যিকভাবে সুষ্ঠু নির্বাচনের বাতাবরণ সৃষ্টি করে ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এতে সত্যিকারের গণরায়ের প্রতিফলন ঘটলে আমরা সেটিকে শুভেচ্ছা জানাই। তবে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কারচুপি’র অভিযোগকে উড়িয়ে দেওয়া যায় না। তিনি অভিযোগ করেছেন- একটি কেন্দ্রে মোট ভোট পড়েছে এক হাজার, অথচ সেখানে ঘোষণা করা হয়েছিল নৌকা প্রতীকের আটশো এবং ধানের শীষ পাঁচশো। পরে সাংবাদিকরা এ বিষয়টি উল্লেখ করলে প্রিজাইডিং অফিসার ফলাফল পাল্টে দেন।’

তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে সব প্রার্থীর পোলিং এজেন্টদের কাছে কেন্দ্রভিত্তিক লিখিত ফলাফল শিট সরবরাহ করার কথা থাকলেও নাসিক নির্বাচনে ১৭৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪৪টি কেন্দ্রের স্বাক্ষরকৃত ফলাফলের শিট বিএনপি’র এজেন্টদেরকে সরবরাহ করা হয়নি।’
বিএনপির এই নেতা অভিযোগ করেন, ‘গতকালের নাসিক নির্বাচন সম্পর্কে আমরা কয়েক দিন আগে থেকেই বলে আসছিলাম যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশের আড়ালে সরকারি ভেল্কিবাজির কোনও মহড়া চলছে কিনা? জনগণের রায়কে পাল্টে ফেলার চেষ্টা হচ্ছে কি না?’
রিজভী কয়েকটি কারণ উল্লেখ করে বলেন, ‘এবার নাসিক নির্বাচনের ৭২ ঘণ্টা আগে থেকে এলাকার বাইরের লোকজনের নির্বাচনি প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে বিএনপি’র কেন্দ্রীয় ও অন্যান্য জেলার নেতারা ইতোপূর্বে নির্ধারিত নির্বাচনি প্রচারণার শেষ সময়ের দেড় দিন আগে থেকেই এলাকায় প্রচার-প্রচারণায় অংশ নিতে পারেননি। এটা নজীরবিহীন। এত আগে থেকেই নির্বাচনি প্রচার-প্রচারণা বন্ধ করাও সন্দেহজনক। এমনকি যেদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনি গণসংযোগে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন সেটি বানচাল করার জন্য নির্বাচনি প্রচার-প্রচারণায় স্থানীয় প্রশাসন নিষেধাজ্ঞা জারি করে। এটিও উদ্দেশ্যপ্রণোদিত।’

রিজভী আরও অভিযোগ করেন, ‘সেনাবাহিনী মোতায়েন না করায় নির্বাচনি এলাকায় ভয়-ভীতির পরিবেশ বিদ্যমান ছিল। যার প্রতিফলন আমরা দেখলাম ভোটকেন্দ্রে স্বল্প সংখ্যক ভোটারের উপস্থিতিতে। কোনও কোনও কেন্দ্রে ভোট পড়েছে মাত্র পঁচিশ ভাগ। সার্বিকভাবেও স্থানীয় সরকার নির্বাচনে যে পরিমাণ ভোট পড়ার কথা তার চেয়ে ভোটারদের উপস্থিতি ছিল অনেক কম।’
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থা নজীরবিহীন নিরাপত্তা বিধানের আড়ালে রাতের অন্ধকারে কী ভূমিকা রেখেছে তা নিয়ে জনমনে সংশয় রয়েছে। কারণ কারফিউ এর মতো পরিস্থিতিতে কোনও কিছু জনগণের নজরদারিতে থাকার কথা নয়। ভোট সংশ্লিষ্ট ইন্সট্রুমেন্ট যেমন ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল ইত্যাদি তাদের হেফাজতে থাকে। ফলে ভোট জালিয়াতির যথেষ্ট আশঙ্কাও থাকে।’
রিজভী বলেন, ‘সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হলে ক্ষমতাশালী কেউই অনিয়ম করতে সাহস পেতো না। সুতরাং গতকাল নাসিক নির্বাচন স্মরণীয় হয়ে থাকতে পারলো না।’

আরও পড়ুন- 


কাউন্সিলর পদে আ. লীগ ১৫ বিএনপি ৯টিতে জয়ী


/এসটিএস/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!