X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নাসিকে জনপ্রিয়তা প্রমাণ হলে নিরপেক্ষ নির্বাচন দিন: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রমাণ হয়েছে মনে করলে সরকারের উচিৎ হবে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ফোরাম আয়োজিত ‘স্বাধীন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাব: নাসিক নির্বাচন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

গোলটেবিল আলোচনায় মওদুদসহ অন্যরা নিরপেক্ষ জাতীয় নির্বাচন হলে বোঝা যাবে আওয়ামী লীগ কতখানি জনপ্রিয়তা অর্জন করেছে উল্লেখ করে মওদুদ আহমেদ বলেন, ‘নাসিক নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। ক্ষমতাসীন দলের প্রার্থী অনেক সুবিধা পেয়েছেন। তারপরও অনেকেই বলছেন নির্বাচন সুষ্ঠ হয়েছে। সেখানে যদি আওয়ামী লীগের প্রার্থী সত্যিকার জনগণের রায়ে নির্বাচিত হয়, তাহলে সরকারের উচিৎ অনতিবিলম্বে নিরপেক্ষ জাতীয় নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা।’

বিএনপির সিনিয়র এই নীতি নির্ধারক বলেন, ‘দেশে গণতান্ত্রিক চর্চার কোনও পরিবেশ নেই। বাংলাদেশের সমস্ত কিছু মাটির নিচে চলে গেছে, দেশে কোনও রাজনীতি নেই। যা আছে এক দলীয় অপরাজনীতি। যারা বিরোধী দলের প্রয়োজনীয়তা বোধ করে না।’

রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে দেশের চলমান সংকট নিয়ে সংলাপের দ্বার উন্মোচিত হয়েছে। এখন সরকারের দায়িত্ব দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করা। নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক দলীয় সরকারের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠ হতে পারে না।’

আয়োজক সংগঠনের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী