X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত অন্যায় ও গণবিরোধী: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৮

 

জামায়াতে ইসলামী আগামী ১ জানুয়ারি থেকে গ্যাসের মূল্য বাড়িয়ে প্রায় দ্বিগুণ করার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াত। মঙ্গলবার দলের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, ‘আগামী ১ জানুয়ারি থেকে গ্যাসের মূল্য বাড়ানোর যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছেন তা সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক ও গণবিরোধী।’

 ডা. শফিকুর রহমান বলেন, ‘বর্তমান সরকার জনগণের নির্বাচিত নয় বলেই গত ৯ মাসের মধ্যে গ্যাসের মূল্য দ্বিতীয়বার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত হলে এ ধরণের গণবিরোধী অন্যায় সিদ্ধান্ত নিতে পারতো না।’

বিবৃতিতে জানানো হয়, ‘নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, আবাসিক দুই চুলার গ্যাসের দাম বাড়িয়ে ৬৫০ টাকা থেকে এক হাজার এবং সিএনজি গ্যাসের মূল্য প্রতি ঘনমিটারে ৩৫ টাকা থেকে বাড়িয়ে প্রায় ৪৫ টাকা নির্ধারণ করা হচ্ছে। যা বর্তমান মূল্যের প্রায় দ্বিগুণ। একইভাবে বাণিজ্যিকভাবে ব্যবহারের ক্ষেত্রেও গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। বাংলাদেশ এনার্জী রেগুলেটরি কমিশনের (বিইআরসি) প্রস্তাব অনুযায়ী গ্যাসের মূল্য গৃহস্থালীতে ১৪০ শতাংশ, ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রে ১৩০ শতাংশ, বিদ্যুতে ৬৩ শতাংশ, সারে ৭২ শতাংশ, শিল্পে ৬২ শতাংশ, বাণিজ্যিকে ৭২ শতাংশ ও সিএনজিতে ৮৩ শতাংশ মূল্য বৃদ্ধি পাবে। ’

আরও জানানো হয়, গ্যাসের মূল্য বাড়ানোর ফলে দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়বে। এতে দ্রব্যমূল্য বাড়বে, শিল্প ও কৃষি উৎপাদন খরচ, যাতায়াত ভাড়া ও পরিবহন খরচ বৃদ্ধি পাবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সকল পণ্যের মূল্য বাড়বে ও মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে। ফলে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। বর্তমানে মানুষ দ্রব্যমূল্যের চাপে কষ্টে জীবন-যাপন করছে।’

শফিকুর রহমান মনে করেন, ‘গ্যাসের দাম বাড়িয়ে প্রকারান্তরে জনদুর্ভোগই বাড়ানো হয়েছে। গণদাবী এবং বাস্তব অবস্থা হচ্ছে গ্যাসের দাম না বাড়িয়ে দ্রব্যমূল্য যাতে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।’ দশের জনগণের স্বার্থের কথা চিন্তা করে অবিলম্বে গ্যাসের দাম বাড়ানোর অন্যায়, অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

/এসটিএস/এসএনএইচ/

সম্পর্কিত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
বগুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনআ.লীগের একাধিক প্রার্থী, ভোটে অংশ নিচ্ছে জামায়াত
ঢাকায় তিনটি ইফতার নিয়ে বিএনপির কৌশলী অবস্থান
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক