X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নতুন বছরে হত্যা বন্ধ করুন: খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৭, ১৯:৪০আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ২০:৩২

ছাত্রদলের সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নতুন বছরে সব ধরনের হত্যা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘নতুন বছরে হত্যা-গুম বন্ধ করতে হবে। আমি আওয়ামী লীগ বা বিএনপি বুঝি না, যেই দলেরই হোক, আমি কোনও খুন চাই না।’  গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা প্রসঙ্গে রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রদলের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।

খালেদা জিয়া বলেন, ‘কে মরলো, সেটি বড় কথা নয়। সব মৃত্যুই কষ্টদায়ক। নতুন বছরের প্রথম দিনটিতে ভালো সংবাদ শুনতে চেয়েছিলাম, আজ খবরের কাগজে কী দেখলাম?’  

এক ঘণ্টার বেশি সময়ের বক্তব্যে খালেদা জিয়া ছাত্রদলকে স্লোগান ঠিক করার পরামর্শ দেন। সরকারের নানা দিক তুলে ধরে ছাত্রদলকে পোস্টারিং করার নির্দেশ দেন তিনি। পুরো বক্তব্যে খালেদা জিয়া গুম, খুন, পুলিশবাহিনীর সমালোচনা করেন। এক-এগারোর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বিরুদ্ধে করার মামলা নিয়েও কথা বলেন তিনি।  

খালেদা জিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১৫টি মামলা ও আমার বিরুদ্ধে ৫ টি মামলা ছিল। যদিও এক নোটিশে আওয়ামী লীগের প্রায় সাড়ে সাত হাজার নেতাকর্মীর মামলা প্রত্যাহার করা হলেও  আমার ও বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করা হয়নি।’ এ সময় বিএসএফ-এর হত্যাকাণ্ড, ফেলানী প্রসঙ্গ, ব্যাংক থেকে টাকা লুট, বিগত ২০১৪ সালের ৯০ দিনের আন্দোলনের নানা দিক নিয়ে আলোচনা করেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘দলকে গুছিয়ে উপযুক্ত নেতৃত্ব দিয়েই আবার ক্ষমতায় আসবে বিএনপি। এ জন্য প্রতিষ্ঠাবার্ষিকীর দিনই শপথগ্রহণের উত্তম দিন।’ ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সেভাবে প্রস্তুত হতে হবে। নিজেদের তৈরি করতে হবে। সময়মতো বলব আন্দোলনের কথা। অহেতুক কথা বলব না। কোয়ালিটি সম্পন্না নেতাকর্মী চাই, কোয়ানটিটি চাই না।’ এ সময় তিনি জিয়াউর রহমানের ওপর পড়াশোনা করার আহ্বান জানান।

খালেদা জিয়া দাবি করেন, ‘পুলিশই ২০১৪ সালে বিএনপি-জোটের ৩ মাসের আন্দোলনে গাড়িতে আগুন দিয়েছে ও পেট্রোল বোমা দিয়েছে।’ গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে পুলিশের আগুন দেওয়ার বিষয়টি উদ্ধৃত করে তিনি বলেন, ‘আমাদের আন্দোলনের সময় পুলিশই গাড়িতে আগুন দিয়েছে। এরপর বিএনপির নামে চালিয়ে দিয়েছে। ছাত্রলীগ-যুবলীগকে নিয়ে পুলিশই ওই সময় নাশকতা চালিয়েছে।’

রবিবার বিকাল সোয়া চারটায় সমাবেশ স্থলে আসেন খালেদা জিয়া। এরপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ছাত্রদলের সমাবেশ উদ্বোধন করেন। ছাত্রদলের সভাপতি রাজিব আহসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান।  মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিদেশ বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ। সমাবেশের শুরুতে শোক প্রস্তাব উপস্থাপন করেন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ।  সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।

এসটিএস/আরজে/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’