X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মন খারাপেই শুরু আ.লীগ নেতাদের নতুন বছর

পাভেল হায়দার চৌধুরী
০১ জানুয়ারি ২০১৭, ২১:৫৭আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ২৩:৪৭

আওয়ামী লীগ মন খারাপের মধ্য দিয়ে বছরের প্রথম দিন কেটেছে আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্র্রীয় নেতাদের। রবিবার নতুন বছরের প্রথম দিন হলেও শুভেচ্ছা বিনিময় হয়নি পরস্পরের মধ্যে। গত বছরগুলোর মতো ফুলেল শুভেচ্ছাও বিনিময় হয়নি তাদের। নতুন বছর হলেও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকাণ্ডের কারণেই ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় নেতারা ছিলেন বিষণ্ন।

প্রত্যেকবারই  নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের প্রায় সব নেতা গেলেও এবার তা হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনে গণভবনে শুভেচ্ছা বিনিময় হয়নি। কেন্দ্রীয় কোনও নেতাও  গণভবনে আসেননি।

জানতে চাইলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন ভালো ছিল না। তিনি বলেন, আজ উনাকে অনেক বেশি ‘আফসেট’ দেখা গেছে। 

রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। সেখানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আজ নতুন বছর। সবাই আনন্দে আত্মহারা হতো। কিন্তু কী থেকে যে কী হয়ে গেলো।’ সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকাণ্ডের ফলে দলটির প্রত্যেক নেতাকর্মীরই ছিল এমন প্রতিক্রিয়া।

বৈঠকে দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ  উপস্থিত নেতাদের উদ্দেশে বলেন, ‘নেত্রীর  (শেখ হাসিনা) মুড ভালো নাই’। নেত্রী মানসিকভাবে ‘আফসেট’। বৈঠকে তিনি সবাইকে গণভবনে না যাওয়ার জন্যও বলেছেন।

এদিকে, গাইবান্ধা -১ (সুন্দরগঞ্জ) দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকাণ্ডের ইস্যুতে কেন্দ্র থেকে কোনও কর্মসূচি পালন করবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ।  তবে উত্তরাঞ্চল ঘিরে কিছু আঞ্চলিক কর্মসূচি গ্রহণ করতে সেখানকার স্থানীয় নেতাদের ঢাকা থেকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। গত শনিবার এমপি লিটনের হত্যাকাণ্ডের পর রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে করণীয় নির্ধারণ নিয়ে সম্পাদকমণ্ডলীর বিভিন্ন নেতা বক্তব্য রাখলেও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয়ভাবে কোনও কর্মসূচি পালন না করার পক্ষে মত দেন। তিনি বলেন, ‘কর্মসূচি যা পালন করা হবে, তা আঞ্চলিকভাবেই হবে।’ বৈঠকে উপস্থিত কোনও কোনও নেতা মিলাদ আয়োজনের কথা বললে তাও ঢাকায় না করার কথা জানান ওবায়দুল কাদের। ’

এ প্রসঙ্গে  বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা জানান,  ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে বৈঠকে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে সোমবার সকালে জাতীয় সংসদে আয়োজিত প্রয়াত সংসদ সদস্য  লিটনের জানাজায় হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। 

বৈঠক সূত্র জানায়, যেহেতু ক্ষমতায় আওয়ামী লীগ, তাই কর্মসূচি পালনের চেয়ে অপরাধী চিহ্নিত করার ব্যাপারে সব রকম পদক্ষেপ নেওয়া  হবে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা যেন অব্যাহত থাকে, সেদিকটায় বেশি ‘সিরিয়াস’ হতে হবে।  

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক