X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবে আওয়ামী লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৭, ০০:২২আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ০০:৩১

আওয়ামী লীগ রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রস্তাবনা দেবে আওয়ামী লীগ। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একক এখতিয়ার থাকবে রাষ্ট্রপতির। তিনিই নতুন নির্বাচন কমিশন গঠনে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন। তার সিদ্ধান্ত আওয়ামী লীগ মেনে নেবে। বুধবার (৪ জানুয়ারি) রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টামণ্ডলীর যৌথসভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য প্রস্তাবনা ঠিক করতে এইচ টি ইমামের নেতৃত্বে ১০ সদস্যের কমিটিও গঠন করা হয়।
বৈঠক শেষে আওয়ামী লীগের দলীয় প্যাডে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ কমিটির অপর সদস্যরা হলেন উপদেষ্টামণ্ডলী থেকে ব্যারিস্টার শফিক আহমেদ, ড. মহিউদ্দিন খান আলমগীর, মো. রশিদুল আলম, অ্যাম্বাসেডর মো. জমির, ও অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। এছাড়াও আছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক ও অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু।
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে আগামী ১১ জানুয়ারি আওয়ামী লীগকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বৈঠক শেষে বের হয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর একজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাষ্ট্রপতির আমন্ত্রণ পাওয়ায় করণীয় ঠিক করতেই এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমরা প্রস্তাবনা রাষ্ট্রপতিকে দেবো। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি।’
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর ওই সদস্য আরও বলেন, ‘বৈঠকে সিদ্ধান্ত হয় ১০ সদস্যের কমিটি নির্বাচন কমিশন নিয়ে প্রস্তাবনা তৈরি করে দলীয় সভাপতি শেখ হাসিনার সামনে পেশ করবেন। তার সম্মতি পেলে প্রস্তাবনা চূড়ান্ত করা হবে।’
দলের সভাপতিমণ্ডলীর একজন সদস্য বলেন, ‘বৈঠকে বিএনপিসহ বেশ কয়েকটি দলকে ১১ থেকে ১৬ সদস্যের প্রতিনিধি দল পাঠানোর আমন্ত্রণ জানালেও ক্ষমতাসীন আওয়ামী লীগকে মাত্র ১০ জন প্রতিনিধি পাঠানোর কথা জানানো নিয়েও রসিকতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন,  বিএনপির গেল ১১ জন। ছোট ছোট দলের ১৬ জন পর্যন্ত আমন্ত্রণ পেল। আর আওয়ামী লীগ এতবড় সংগঠন হয়েও আমন্ত্রণ পেল মাত্র ১০ জন!’
দলের সভাপতিমণ্ডলীর ওই সদস্য আরও বলেন, ‘বৈঠকে ভোটের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে যে দাবি জানিয়েছেন সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার চাওয়ার দরকার কী? ফৌজদারি কার্যবিধিতে এ ক্ষমতা তো দেওয়াই আছে। এই দাবি যে করেছে সে আসলে না পড়ে, না বুঝেই করেছে।’
কার্যনির্বাহী কমিটির একজন সদস্য বৈঠক শেষে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ বৈঠকে সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম সংবিধানে যেভাবে বলা আছে সেভাবেই নির্বাচন কমিশন গঠন হবে বলে জানান। সংবিধানের আলোকেই আমরা রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেবো বলে জানান তিনি।’
আর বৈঠকে এইচ টি ইমাম বলেন, ‘নির্বাচন কমিশনে জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া প্রায় তিনশ লোক রিক্রুট করা লোক আছে। এগুলোও মাথায় রাখতে হবে আমাদের।’

/পিএইচসি/টিএন/আপ-টিআর

সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!