X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতিকে গণতন্ত্রী পার্টির আট প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৭, ১৬:৪৩আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৮:৩৭

গণতন্ত্রী পার্টি নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন ইস্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সাংবিধানিক কাউন্সিল গঠনসহ আট দফা প্রস্তাব দিয়েছে ১৪দলীয় জোটের শরিক দল গণতন্ত্রী পার্টি। রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দলটি এই আট প্রস্তাব দেয়। গণতন্ত্রী পার্টির ১৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি ব্যারিস্টার আরশ আলী। 

এদিন বিকাল পৌনে তিনটার দিকে গণতন্ত্রী পার্টির প্রতিনিধি দলটি বঙ্গভবনে প্রবেশন করে। পৌনে চারটার দিকে বের হয়ে আসেন এই নেতারা।

বৈঠক শেষে বেরিয়ে এসে গণতন্ত্রী পার্টির সভাপতি আরশ আলী সাংবাদিকদের বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে বলেছি, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের জন্য একটি আইন তৈরি করতে হবে।’ তিনি বলেন, ‘রাষ্ট্রপতি জরুরি ভিত্তিতে বা অধ্যাদেশ জারি করে এই আইন প্রণয়ন করতে পারেন। এক্ষেত্রে ১৫ দিন থেকে একমাস সময় লাগবে।’

গণতন্ত্রী পার্টির ৮ প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হলো, ইসি গঠনে একটি সাংবিধানিক কাউন্সিল গঠন করতে হবে। বিকল্পে সার্চ কমিটি গঠন করতে। তবে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) উল্লিখিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে অন্তর্ভুক্ত করা কোনও ক্রমেই গ্রহণযোগ্য নয় বলেও দলটির প্রস্তাবে উল্লেখ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত বা অভিযুক্তদের যেকোনও ধরনের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানান আরশ আলী। তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধী পরিবারের কোনও সদস্য বা স্বাধীনতাবিরোধী কোনও সংগঠনের সঙ্গে যুক্ত আছে, এমন ব্যক্তিদেরও যেকোনো পর্যায়ের নির্বাচনে অংশগ্রহণকে প্রস্তাবিত আইনে নিষিদ্ধ করতে হবে।

/এসটিএস/এমএনএইচ/ আপ-এমডিপি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা