X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের প্রস্তাব খেলাফত আন্দোলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৭, ১৯:০৩আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৯:০৫

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বঙ্গভবনের সামনে খেলা আন্দোলনের কেন্দ্রীয় নেতারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন ইস্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দলটি এই প্রস্তাব দেয়।  

খেলাফত আন্দোলনের চেয়ারম্যান মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। সংলাপ শেষে বেরিয়ে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মজিবুর রহমান হামিদী সাংবাদিকে বলেন, ‘রাষ্ট্রপতিকে বলেছি, ‘আমরা মনে করি, গণদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার  আলোকে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা পুনর্বহাল করা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে আটটি প্রস্তাব দিয়েছি। রাষ্ট্রপতি  প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শুনেছেন।’

রাষ্ট্রপতিকে দেওয়া খেলাফতের প্রস্তাবে আরও বলা হয়েছে,  ইসি গঠনের আগে সংবিধান অনুযায়ী একটি  আইন প্রণয়ন করতে হবে। ৫ সদস্য বিশিষ্ট ইসি গঠন করতে হবে। সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য ইসিতে ১৪ দলীয় জোটের প্রস্তাব থেকে  একজন, ২০ দলীয় জোটের প্রস্তাবিত একজন, ইসলামি দল ও আলেমদের মধ্যে থেকে একজন নিতে হবে।  বাকি দু’জন  হবে রাষ্ট্রপতির মনোনীত।

খেলাফত আন্দোলনের প্রস্তাবে  আরও উল্লেখ করা হয়েছে, ‘ধর্মবিদ্বেষী, দুর্নীতিবাজ, কালো টাকার মালিককে যেন নির্বাচনে কমিশনে  নিয়োগ না দেওয়া হয়।’ প্রস্তাবে বলা আরও হয়েছে, বিগত দিনে রাজনৈতিক দলগুলোর পদক্ষেপ ও বহু অর্থ ব্যয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। এর ফলে জাতির মধ্যে প্রফুল্লতা এসেছিল। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তা বাতিল করায় দেশে রাজনৈতিক সংকট প্রকট হয়েছে।

/ এসটিএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!