X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

‘জঙ্গিবাদের তদন্ত হলে সরকারের চেহারা বদলে যাবে?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৭, ১৮:০৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৮:২৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জঙ্গিবাদের সঠিক তদন্ত হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যদি সঠিক তদন্ত হয়, সত্য উদ্ঘাটিত হয়, তাহলে কি সরকারের চেহারা বদলে যাবে? মুখোশ উন্মোচিত হয়ে যাবে?’ বুধবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় একসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার জঙ্গিবাদের উস্কানিদাতাদের গণআদালতে বিচারের কথা বলছে। যারা জঙ্গিবাদের ঘটনায় অভিযুক্ত হচ্ছে, তাদের সঙ্গে-সঙ্গে মেরে ফেলা হচ্ছে। পরে আর তদন্ত হচ্ছে না, জানা যাচ্ছে না। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার জনসভা করে, সরকারের মদদপুষ্ট বিরোধী দলের এরশাদও করেছেন। যারা তথাকথিত মহাজোটে রয়েছে, তারাই সমাবেশ করতে পারছে।’  

ভিন্ন আঙ্গিকে ১/১১-এর বিরাজনীতিকরণ চলছে
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ এক-এগারো। এদিন সংবিধানসম্মত সরকারকে উৎখাত করে একটি বেআইনি সরকার প্রতিষ্ঠার দিন। এক-এগারোর ভয়ঙ্কর ষড়যন্ত্রের চেহারা জাতি দেখতে পেয়েছে।’ তিনি বলেন, ‘এক-এগারোর উদ্দেশ্য ছিল, বিরাজনীতিকরণ। ১০ বছরে এখন ভিন্ন আঙ্গিকে বিরাজনীতিকরণ চলছে। কিভাবে জাতীয়তাবাদী দর্শন ও রাজনীতিকে ধ্বংস করা যায়, সে চেষ্টাও চলছে। এর ধারাবাহিকতা এখনও চলছে।’
সব একাকার হয়ে গেছে একে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মঙ্গলবারের বক্তব্য প্রসঙ্গে বিএনপির মহাসচিবের মন্তব্য, ‘দেশে আইনের শাসন, সুশাসন, কোথায় কিভাবে আছে, আমরা বুঝতে পারি না। কারণ, সব কিছু এখন একাকার হয়েছে একে।’ তিনি বলেন, ‘একজনই রাষ্ট্রপ্রধান। একজনই সরকারপ্রধান। বিচারেরও প্রধান, তদন্তেরও প্রধান।’
বিএনপি নেত্রী খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে ফখরুল বলেন, ‘কোর্টে এ বিষয়ে মামলা চলছে। আর উনি রায় দিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী আপনি একটি সরকারের প্রধান। আপনি নির্বাহী ব্রাঞ্চের প্রধান। একটি মিথ্যা মামলা হয়েছে, সেই মামলার অনুসন্ধান হয়েছে, এখন বিচার চলছে। আর আপনি ইতোমধ্যে অনুসন্ধানও করে ফেলেছেন, অভিযুক্তও করেছেন, ট্রায়ালও করে বলছেন, যে টাকা চুরি করেছেন। এখন আর বিচারকের প্রয়োজন আছে রায় দেওয়ার?’
বিএনপি মহাসচিব বলেন, ‘আপনি নির্বাহী ক্ষমতার চিফ হিসেবে যখন এমন বক্তব্য দিয়ে দেন, সেই রায় কোন দিকে যাবে, তা আমরা সহজেই বুঝতে পারি। একজন সরকারপ্রধান হয়ে সাবেক একজন প্রধানমন্ত্রীর মামলায় কথা বলতে থাকেন, তখন রায় কী হবে, আমরা জানি।’
দেশের ভবিষ্যৎ নির্ভর করছে নির্বাচনের ওপর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটি সহায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে দেশে শান্তি আসবে। আজকে আওয়ামী লীগের সংলাপ হয়েছে। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি কী করবেন, তার ওপর নির্ভর করবে নির্বাচন কমিশনের ভবিষ্যৎ। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার নির্বাচনের ওপর। গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচন করা। সব দলের অংশগ্রহণের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ।’

প্রয়াত চিত্রপরিচালক চাষী নজরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, কবি আবদুল হাই শিকদারসহ অনেকে বক্তব্য রাখেন।

 আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় এলে ঢাকার নাম জিয়া সিটি করা হবে: দুদু
/এসটিএস/এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তানজিদের কারণেই ঝুঁকি নেননি সৌম্য
তানজিদের কারণেই ঝুঁকি নেননি সৌম্য
সংস্কৃতিতে আরও মেধা বিনিয়োগ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
সংস্কৃতিতে আরও মেধা বিনিয়োগ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
কোপা আমেরিকায় ব্রাজিলের বিস্ময় জাগানিয়া দল
কোপা আমেরিকায় ব্রাজিলের বিস্ময় জাগানিয়া দল
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে উদ্বেগ কতটা?
দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে উদ্বেগ কতটা?