X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্যের আশা আ. লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৭, ২২:০৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ২২:০৬



আওয়ামী লীগ নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে দেশের সব রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্যের আশা প্রকাশ করেছে আওয়ামী লীগ। বুধবার ইসি গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আশা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিন বিকালে বঙ্গভবনে এই সংলাপে অংশ নেয় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের ১৯ সদস্যের প্রতিনিধি দল।
ইসি গঠন নিয়ে সব দলের সঙ্গে ঐকমত্য হওয়ার বিষয়ে আপনারা কতটুকু আশাবাদী, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘‘সালিশ মানি, তবে তালগাছটা আমার’- এমন মানসিকতা নিয়ে কেউ বসে আছে কিনা আমরা তো তা এখন বলতে পারছি না। তবে ইউ আর হোপিং দ্য বেস্ট।’
নির্বাচন কমিশন গঠনের আইনে গঠনে বিএনপির বিরোধিতা এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের প্রস্তাব আমরা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছি। সেটা গ্রহণ করা না করা সম্পূর্ণ ওনার এখতিয়ার, তিনি সেটা ঠিক করবেন। আমরা বিষয়টিককে প্রশ্নিবিদ্ধ করতে চায় না। বিএনপি কী বললো, সেটা আমাদের বিবেচনার বিষয় নয়।’
আওয়ামী লীগের প্রস্তাব প্রসঙ্গে রাষ্ট্রপতি কোন অভিমত দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি যা করবেন সংবিধানের আলোকেই করবেন। তিনিতো এখন কোনও রিঅ্যাকশন দেখাবেন না। আমরা বুঝতে পারলাম তিনি (রাষ্ট্রপতি) হয়তো আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা করবেন। তিনি সব দলের প্রস্তাব মিলিয়ে একটা বিবেচনায় আনবেন।’
সাংবাদিকদের এক প্রশ্ন জবাব দিতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘রাষ্ট্রপতি সংবিধানের আলোকেই নির্বাচন কমিশনার নিয়োগ করবেন। তবে আপনাদের (সাংবাদিকদের) প্রশ্ন দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ যা বলবে রাষ্ট্রপতি তাই করবে। আমরা কিন্তু বলেছি আওয়ামী লীগ সংবিধান এবং দেশের বিরাজমান সব আইনের ওপর শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতির দীর্ঘ রাজনৈতিক, প্রজ্ঞা ও সুবিচেনার প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির ন্যায়সঙ্গত যেকোনও উদ্যোগের প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা রয়েছে। এটা নিয়ে আমাদের কোনও দ্বিচারিতা নেই।’
ই-ভোটিং বিষয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এইচটি ইমাম বলেন, ‘ইভিএম নিয়ে আমাদের একবার ব্যবহার করা হয়েছিল। নতুন প্রযুক্তি ব্যবহার করে এটা ব্যবহার করার প্রক্রিয়া নির্বাচন কমিশন কাজ করেছে। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে বুঝতে পেরেছি, ইভিএম আমাদের দেশে ব্যবহার করা যেতে পারে। সেই জন্য আমরা এই প্রস্তাব দিয়েছি। ইভিএমে নির্বাচন অনেক স্বচ্ছ হয়, গ্রহণযোগ্য এবং নিরেপক্ষতা নিয়ে প্রশ্নই ওঠে না।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আবদুস সোবহান গোলাপ, দেলোয়ার হোসেন, বিপ্লব বড়ুয়া, মুকুল বোস, এসএম কামাল হোসেন, মির্জা আজম, আমিরুল আলম মিলন, রিয়াজুল কবীর কাওছার, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মারুফা আক্তার পপি প্রমুখ।

 আরও পড়ুন: বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া