X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

চার প্রস্তাবনায় না থাকলেও সার্চ কমিটিতেই সায় দিয়েছে আ. লীগ

পাভেল হায়দার চৌধুরী
১১ জানুয়ারি ২০১৭, ২৩:১৬আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ২৩:২১

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদকে চারটি প্রস্তাবনা প্রদান করলেও সার্চ কমিটিতেই সায় দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচন কমিশন গঠনে সময় স্বল্পতার বিষয়টি রয়েছে, এই স্বল্প সময়ে আইন করে নির্বাচন কমিশন গঠন করা কঠিন কাজ। তাই বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ‘সার্চ কমিটি’তেই আস্থা স্থাপন করেছে ক্ষমতাসীনরা। তবে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন প্রণয়নের প্রক্রিয়া সরকার শুরু করেছে বলে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে সংলাপে অংশ নেওয়া আওয়ামী লীগের আইন সম্পাদক আব্দুল মতিন খসরু বাংলা ট্রিবিউনকে বলেন, সংবিধানে আইন প্রণয়নের কথা বলা আছে। কিন্তু আওয়ামী লীগ সভাপতি রাষ্ট্রপতিকে বলেছেন, ‘আইন প্রণয়নের প্রক্রিয়া আমরা শুরু করেছি। কিন্তু নির্বাচন কমিশন গঠনে সময় স্বল্পতার বিষয়টি রয়েছে। ফলে এ ব্যাপারটি আপনার এখতিয়ার। আপনি যা সিদ্ধান্ত নেবেন আমাদের তাতে আস্থা আছে।’

উপদেষ্টা পরিষদের সদস্য ও সংলাপে অংশ নেওয়া সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সব দলের সঙ্গে আলোচনা করে ও তাদের পরামর্শক্রমে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, তাতে আওয়ামী লীগের সায় রয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে তাই বলা হয়েছে।’ তিনি জানান, ‘আমাদের প্রতিনিধি দলের প্রধান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাষ্ট্রপতিকে সার্চ কমিটির ব্যাপারেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে জানিয়েছেন।’

উপদেষ্টা পরিষদের অপর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সার্চ কমিটির ব্যাপারে আগ্রহ দেখিয়েছে আওয়ামী লীগও।’ সংলাপে অংশ নেওয়া এই নেতা আরও জানান,‘দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতিকে জানিয়েছেন সার্চ কমিটিতে অনাগ্রহ নেই আমাদের।আইনের ব্যাপারেও আমাদের আগ্রহ আছে। সময় স্বল্পতার কারণে হয়তো এটা এখনই সম্ভব নয়। তবে আমরা প্রক্রিয়া শুরু করেছি।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে যে, এ ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার তার। তার প্রতি আমাদের আস্থা-বিশ্বাস রয়েছে।’

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া অন্তত আরও দু’জন আওয়ামী লীগ নেতা নিজেদের  নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেছেন, চার প্রস্তাবনার মধ্যে দেওয়া প্রস্তাবনা-২ এ আওয়ামী লীগ বলেছে, প্রধান নির্বাচন কর্মকর্তা ও অন্য কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি যা উপযুক্ত বিবেচনা করবেন, সে প্রক্রিয়ায় তিনি নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন।এর অন্তর্নিহিত বক্তব্য হলো ‘সার্চ কমিটি’।

তারা বলেন, প্রস্তাব চারটি দেওয়া হলেও এবারের কমিশন নিয়োগ দেওয়ার জন্যে প্রস্তাব করা হয়েছে মূলত একটিই,তা হলো ‘সার্চ কমিটি’। প্রস্তাবনার মধ্যে থাকা অন্য তিনটি হলো ভবিষ্যতে বাস্তবায়নের জন্যে।

শুধু আওয়ামী লীগই নয়, সার্চ কমিটিতে আস্থা রেখেছে সংলাপে অংশ নেওয়া বিএনপিসহ অন্তত ২০টি রাজনৈতিক দল। নির্বাচন কমিশন গঠনে একটি স্থায়ী আইনের দাবিও উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। আওয়ামী লীগ আইনের কথা বললেও বিএনপি চলতি সংসদকে অবৈধ আখ্যায়িত করে আইন প্রণয়নের ক্ষেত্রে অনাগ্রহ দেখিয়েছে। 

উল্লেখ্য, রাষ্ট্রপতিকে দেওয়া আওয়ামী লীগের চার প্রস্তাবনা হলো- ১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮-এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কর্মকর্তা ও অন্য কমিশনারদের নিয়োগ দেবেন, ২. প্রধান নির্বাচন কর্মকর্তা ও অন্য কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি যা উপয্ক্তু বিবেচনা করবেন, সে প্রক্রিয়ায় তিনি নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন, ৩. প্রধান নির্বাচন কর্মকর্তা ও অন্য কমিশনারদের নিয়োগের লক্ষ্যে সম্ভব হলে এখনই একটি উপযুক্ত আইন প্রণয়ন অথবা অধ্যাদেশ জারি করা যেতে পারে। সময় স্বল্পতার কারণে ইসি পুনর্গঠনের ক্ষেত্রে তা সম্ভব না হলে, পরবর্তী নির্বাচন কমিশন গঠনের সময় যেন এর বাস্তবায়ন সম্ভব হয়, সংবিধানের নির্দেশনার আলোকে এখন থেকেই সেই উদ্যোগ গ্রহণ করা, এবং ৪. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিরাজমান সব বিধিবিধানের সঙ্গে জনগণের ভোটাধিকার অধিকতর সুনিশ্চিত করার স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ই-ভোটিং চালু করা।

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্চ কমিটির প্রতি কিছুটা ইঙ্গিত করেন। তিনি বলেন, ‘সার্চ কমিটির সদস্য নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রপতি কর্তৃক সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের নিয়ে অধিকতর তিন জনের একটি কমিটি গঠন করা যেতে পারে।’

এপিএইচ/

আরও পড়ুন: 
সব দলের সহযোগিতায় শক্তিশালী ইসি গঠনে রাষ্ট্রপতির আশা প্রকাশ

রাষ্ট্রপতিকে চারটি প্রস্তাব ও ১১টি সুপারিশ দিলো আ.লীগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক