X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

২৩ মার্চ সোহরাওয়ার্দীতে জনসভার ঘোষণা রবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৭, ১৭:৩৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৭:৪২

আসম আব্দুর রব আগামী ২৩ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল –জেএসডি (রব)। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দলটির সহ-দফতর সম্পাদক গোলাম রাব্বানী জামিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে জনসভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া যথাযোগ্য মর্যাদার সঙ্গে ২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কে সাংগঠনিক মাস ঘোষণা করা হয়। এ সময়ে সারা দেশে বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মী সভা, প্রতিনিধি সভা ও গণ-সমাবেশের মধ্য দিয়ে পতাকা উত্তোলন দিবস ও জনসভা সফল করার প্রস্তুতি গ্রহণ করা হবে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে গৃহীত প্রস্তাবে অবিলম্বে সংবিধান সংশোধন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ গঠন করে সেখান থেকে নির্বাচনকালীন সরকার গঠন এবং ওই সরকারের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন ও কমিশনের ক্ষমতা সংক্রান্ত সুপারিশ করার বিধান রেখে সংবিধানের ১১৮ নম্বর ধারা পূর্ণ করার প্রস্তাব করা হয়।

সভায় দলটির সহ-সভাপতি তানিয়া ফেরদৌসীকে আহ্বায়ক ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপনকে সদস্য সচিব করে ২৩ মার্চের জনসভার প্রস্তুতি কমিটি এবং শহীদুল্লাহ ফরায়জীকে আহ্বায়ক ও কামাল উদ্দিন পাটোয়ারীকে সদস্য সচিব করে ২ মার্চ পতাকা উত্তোলন দিবস উদযাপন কমিটি গঠন করা হয়।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জেএসডি নেতা এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

এসটিএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!