X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর ভাষণের অনেক কিছুই ভিত্তিহীন: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৭, ২৩:৪৮আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০০:০৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ভাষণকে  গতানুগতিক ও আত্মতুষ্টির ভাষণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভাষণের অনেক কিছুই ভুল, অসত্য ও ভিত্তিহীন।’ বৃহস্পতিবার রাত দশটার দিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের এ অবস্থান ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘উন্নয়নের যে ফিরিস্তি প্রধানমন্ত্রী তার ভাষণে দিয়েছেন, এর অনেক কিছুই ভুল, অসত্য, ভিত্তিহীন। এতে রয়েছে এন্তার শুভঙ্করের ফাঁকি। দেশের মানুষ তাদের দৈনন্দিন অভিজ্ঞতায় বোঝেন, দেশ উন্নয়ন নাকি অবনতির পথে এগুচ্ছে।’ তিনি  বলেন, ‘সরকার একটি ধারাবাহিকতা। বৈধ কিংবা অবৈধ সব সরকারকেই সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য কিছু কাজ করতে হয়। কিছু উন্নয়ন প্রকল্প হাতে নিতে হয়। জাতীয় উন্নয়নের চিত্র হিসেবে সে সবের ফিরিস্তি দিলে মানুষ হতাশ হয় বলে আমরা মনে করি।’

একতরফা দোষারোপের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণে প্রচ্ছন্নভাবে অগণতান্ত্রিক ও একদলীয় মানসিকতাই ফুটে উঠেছে বলে মনে করেন বিএনপির মহাসচিব। তিনি দাবি করেন, ‘হামলা-মামলা, জেল-জুলুমে বিপর্যস্ত বিরোধী দলগুলো সব গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। ডেমোক্রেটিক স্পেস প্রতিদিন সংকুচিত হচ্ছে। নির্বাচনি ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দুর্নীতি, লুণ্ঠন অবাধে চলছে। ব্যাংকগুলো ও শেয়ারবাজার লুট হয়ে গেছে। জনজীবনে নিরাপত্তা নেই, সুবিচার ও আইনের শাসন নেই, শিক্ষার মান নেমে গেছে। আয়ের বৈষম্য বেড়েছে। শিশুদের পাঠ্যপুস্তক ভুলে ভরা। গুম, খুন, অপহরণ, শিশু হত্যা, নারী ধর্ষণ নিত্যকার ঘটনা। প্রধানমন্ত্রী সবকিছু সুকৌশলে এড়িয়ে গেছেন।’

বিএনপির মহাসচিব বলেন,  ‘সারা দেশে আজ ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে। বিরোধী দলের কর্মসূচিতেও শাসক দল একের পর এক হামলা ও অন্তর্ঘাতের ঘটনা ঘটিয়ে চলেছে। অথচ প্রধানমন্ত্রী এর জন্য বিরোধী দলকে দায়ী করে অসত্য বক্তব্য দিয়েছেন।’  তিনি মনে করেন, ‘সরকারের বৈধতা ও নৈতিকতার সংকট দেশের প্রধান সমস্যা। অথচ প্রধান সেই রাজনৈতিক সংকট প্রধানমন্ত্রী এড়িয়ে গেছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘সবার আশা ছিল, তিনি (প্রধানমন্ত্রী) দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একটি রাজনৈতিক সমঝোতার আভাস দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণে তা না থাকায় এ বক্তব্য সময়ের চাহিদা মেটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণ সম্পর্কে তাৎক্ষণিক এই প্রতিক্রিয়ায় আমি বলতে চাই, দেশবাসী এ ভাষণে সম্পূর্ণ হতাশ হয়েছে, আমরাও হতাশ হয়েছি।’  

এর আগে বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, ‘বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। দলের অবস্থান জানাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে বিএনপির একাধিক নেতা বাংলা ট্রিবিউনের এ প্রতিবেদককে জানান, তারা প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে কিছু বলতে চান না। দলটির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী চান্স পেলেই বিএনপি ও খালেদা জিয়ার সমালোচনা করেন।’

 আরও পড়ুন: ‘সব রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নেবে’

/এসটিএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা