X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ কাল: ইসি গঠনে চলতি সংসদে আইন চায় না ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৭, ১৯:৩৬আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ২১:৫৩

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি

নির্বাচন কমিশন গঠনে বেশিরভাগ রাজনৈতিক দল আইন করার পক্ষে মত দিলেও চলতি সংসদেই আইন চাইছে না বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের সঙ্গে সোমবার অনুষ্ঠিতব্য সংলাপে অন্তর্বতীকালীন সরকারের অধীনে ইসি গঠন করার পক্ষে অবস্থান ব্যক্ত করবে জেবেল রহমান গাণির নেতৃত্বাধীন দলটি। বাংলা ট্রিবিউনের সঙ্গে দলটির একাধিক দায়িত্বশীল ব্যক্তিরা এ তথ্য জানান।

এদিকে ১৬ জানুয়ারি সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে যাচ্ছে বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ খেলাফত মজলিস ও গণফ্রন্ট। পৃথক তিনটি সময়ে এসব দল নিজেদের প্রস্তাব তুলে ধরবে রাষ্ট্রপতির কাছে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাইবে ন্যাপ

দলীয় সরকারের অধীনে নয়, নির্দলীয় সরকারের অধীনে ইসির তত্ত্বাবধানে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি করবে ন্যাপ। এক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে ১১ দফা ও ৭টি সুপারিশ প্রস্তাব করবে দলটি। দলটির চেয়ারম্যান জেবেল রহমান গাণি বাংলা ট্রিবিউনকে বলেন, একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন, তা করতেই রাষ্ট্রপতিকে আমরা অনুরোধ করব। বিশেষ করে ২০১৪ সালের একতরফা নির্বাচনে যারা অংশ নেয়নি, তাদেরকে আস্থায় রেখেই যেন ইসি গঠিত হয়, সেদিকেই খেয়াল করতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানাবো।

জেবেল রহমান গাণি আরও জানান, আমরা এই সংসদের অধীনে ইসি গঠনের আইন চাই না। এই সংসদ বিনাভোটের সংসদ। ফলে, জনগণের ম্যান্ডেটহীন সংসদে ইসি গঠন করে বিতর্ক হোক, সেটি আমরা চাই না। ইসি গঠনে আইন করা দরকার, তবে সেটি হতে হবে অংশগ্রহণমূলক সংসদে, যেখানে সব দলের প্রতিনিধিত্ব থাকবে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন।

ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার বিকাল ৪টায় বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নেবো আমরা।

দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি’র নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে আরও থাকবেন মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য গোলাম সারওয়ার খান, সাদ্দাম হোসেন, ব্যারিস্টার মশিউর রহমান গানি, ভাইস চেয়ারম্যান মনির এনায়েত মল্লিক, মো. ফারহানুল হক, যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, মো. নুরুল আমান চৌধুরী, সম্পাদক মো. শহীদুন্নবী ডাবলু, মো. কামাল ভুইয়া।

খেলাফত মজলিসের নেতৃত্ব দিবেন বুলবুলি হুজুর

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করবে বাংলাদেশ খেলাফত মজলিস। এ দলটি কোনও জোটে নেই। দলটির প্রচার সম্পাদক মাওলানা আজিজুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে জানান, তারা দলের আমির মাওলানা হাবিবুর রহমান বুলবুলি হুজুরের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যাবেন।

রাষ্ট্রপতিকে লিখিত প্রস্তাব দেবে গণফ্রন্ট

রাষ্ট্রপতি মো.আবদুল হামিদকে লিখিত প্রস্তাব দেবে নিষ্ক্রিয় নিবন্ধিত রাজনৈতিক দল গণফ্রন্ট। দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, তারা ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সংলাপে অংশ নেবেন।

জাকির হোসেন বলেন, আমি বলবো যে আমরা ১৫ ফেব্রুয়ারি ও ৫ জানুয়ারির মত কোনওভাবেই নির্বাচন চাই না। সবাই ৫ জানুয়ারির নির্বাচনের কথা বলছে, কিন্তু বিএনপির সময়ে ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের কথাও ভুলে গেলে চলবে না। আর রাষ্ট্রপতি মহোদয়কে সংলাপের আহ্বান সর্বপ্রথম আমরাই করি। জাতীয় প্রেসক্লাবে দুই-তিনমাস আগে আমরাই আহ্বান জানাই। কিন্তু আওয়ামী লীগসহ সকাই ক্রেডিট দিচ্ছে বিএনপিকে।

/এসটিএস/সিএ/টিএন/

আরও পড়ুন: লোকবল সংকটে ফরেনসিক মেডিসিন বিভাগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা