X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইসি গঠনে চার দফা প্রস্তাব বাংলাদেশ মুসলিম লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৭, ১৬:৫৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৭:৪৬

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ মুসলিম লিগের প্রতিনিধি দল নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে চার দফা প্রস্তাব দিয়েছে ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)। বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দলটি এই প্রস্তাব দেয়। দলের সভাপতি এএইচএম কামরুজ্জামান খান ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।  

বৈঠক শেষে দলটির মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা রাষ্ট্রপতিকে চার দফা প্রস্তাব দিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনীতিবিদদের মধ্য থেকে বাছাই করে নির্বাচন কমিশন গঠন করতে হবে।  

এছাড়া নির্বাচনে ইভিএম পদ্ধতি প্রয়োগে বিরত থাকার প্রস্তাবও করে দলটি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিএনপিসহ ৫টি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে আলোচনার জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই সংলাপ শুরু হয় ১৮ ডিসেম্বর রবিবার। এর আগে গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ আলোচনা শুরু হয়। রাষ্ট্রপতি এ পর্যন্ত ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক করেন।

বিএনপি বৈঠকে নতুন ইসি গঠনে একটি সার্চ কমিটি গঠন এবং ইসিকে শক্তিশালী করতে জন প্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর প্রস্তাব দেয়।

ইসি গঠনে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রপতিকে চার দফা প্রস্তাব দিয়েছে।

জাতীয় পার্টি (এরশাদ) পরবর্তী নির্বাচন কমিশন গঠনে পাঁচ দফা প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবে নতুন ইসি গঠনে আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে।

লিবারাল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ওপর গুরুত্বারোপ করে বলেছে, নতুন আইন করা ছাড়া এ সমস্যা সমাধান করা সম্ভব নয়।

কৃষক শ্রমিক জনতা লীগ (কেএসজেএল) একটি শক্তিশালী ও নিরপেক্ষ ইসি গঠনের প্রস্তাব করেছে। নতুন ইসিতে নারী প্রতিনিধি রাখারও তারা প্রস্তাব করেছে।

ওয়াকার্স পার্টি একটি সার্চ কমিটি ও ইসি গঠনে আট দফা প্রস্তাব দিয়েছে। তারা ইসিতে কমপক্ষে দু’জন নারী রাখারও প্রস্তাব করেছে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ দিতে প্রস্তাব করেছে।

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ইসির ধারাবাহিকতা বজায় রাখতে পর্যায়ক্রমে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার প্রস্তাব করেছে।

ইসলামী ঐক্যজোট বর্তমানের পাঁচ সদস্যের পরিবর্তে আট সদস্যের ইসি গঠন এবং যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে একটি সার্চ কমিটি গঠনের প্রস্তাব করেছে।

জাতীয় পার্টি (মঞ্জু) ইসিতে ধারাবাহিকতা বজায় রাখতে পর্যায়ক্রমে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছে।

বাংলাদেশ তরিকত ফেডারেশন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকদের নিয়ে একটি সার্চ কমিটি ও ইসি গঠনে ১৭ দফা প্রস্তাব দিয়েছে। তারা নির্বাচন কমিশানর নিয়োগ দিতে সংবিধানের আলোকে একটি নতুন আইন প্রণয়নের ও প্রস্তাব করেছে।

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি সার্চ কমিটি ও নতুন ইসি গঠনে পাঁচ দফা প্রস্তাব করেছে।

নতুন ইসি গঠনের জন্য বাংলাদেশ সাম্যবাদি দল (বিএসডি) রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনারের নাম প্রস্তাবের জন্য প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দলীয় নেতা ও অ্যাটর্নি জেনারেলের সমন্বয়ে একটি সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করেছে।

বাংলাদেশের ন্যাশনাল আওয়ামী পার্টি (এনএপি) নতুন ইসি গঠনে ৭ দফা প্রস্তাব দিয়েছে। এতে নতুন আইন প্রণয়নের কথা বলা হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনও আলোচনা না করেই প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগে নতুন আইন প্রণয়নসহ সাত দফা প্রস্তাব দিয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ইসি গঠনে একটি স্থায়ী সমাধানের জন্য নতুন আইন প্রণয়নসহ তিন দফা প্রস্তাব দিয়েছে।

নতুন ইসি গঠনে গণফোরাম ৯ দফা প্রস্তাব, গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন আট দফা করে প্রস্তাব দিয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিস পাঁচ দফা, বিকল্প ধারা বাংলাদেশ তিন দফা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত দফা প্রস্তাব দিয়েছে।

এছাড়া  দুই দফা প্রস্তাব দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম।

 আরও পড়ুন: ইসি গঠন ইস্যুতে দুই দফা প্রস্তাব জমিয়তের

/এসটিএস/এমডিপি/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!