X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

এরশাদ ২ নম্বর টিম, আ.লীগ মিলিটারি ক্যু’র সঙ্গে থাকে: খালেদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৭, ০২:২৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ০২:২৯

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ আওয়ামী লীগের দুই নম্বর টিম এবং আওয়ামী লীগ মিলিটারি ক্যু’র সঙ্গে থাকে বলে এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার ভাষ্য, ‘এরশাদ হলো তাদের দুই নম্বর টিম। এজন্য এরশাদকে তারা রেডি করছে। এরশাদকে নিয়েই (নির্বাচন) পার করবে।’ খালেদা আরও যোগ করেন, ‘আওয়ামী লীগ সব মিলিটারি ক্যু’র সঙ্গে থাকে।’

জিয়া পরিষদের মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপারসন খালেদ জিয়া শনিবার (২১ জানুয়ারি) রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় খালেদা জিয়া এসব কথা বলেন। ‘দ্রুতই খালেদা জিয়াকে জেলে দেখতে চান’- এরশাদের সাম্প্রতিক এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির চেয়ারপারসন তাকে নিয়ে পাল্টা মন্তব্য করলেন।

খালেদা জিয়া বলেন, ‘এরশাদও অনেক বড় গলা করে বলেছিলেন, তার সঙ্গে মানুষ আছে। তার পতনের ঠিক আগের দিন একটি ব্রিজ উদ্বোধনকালে বহুলোক দেখানো হলো। ক্ষমতায় থাকতে বহুলোক নিয়ে যাওয়া খুব সহজ। এরশাদ দেখাল, তার জনপ্রিয়তা  আছে। কিন্তু পরের দিন পদত্যাগ করে বুঝতে পারল তার সঙ্গে জনগণ নেই ।’

খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগ ছিল তার সঙ্গে। আওয়ামী লীগ সব মিলিটারি ক্যু’র সঙ্গে থাকে। মঈন-ফখরুদ্দিনের সময়ও ছিল। তার আগে জেনারেল নাসিমের সঙ্গে ছিল, সেটা ফেল করেছে। এরশাদের সময়ও ছিল তারা। ৮৬ সালে এরশাদের নির্বাচনে তারা ছিল। অথচ কথা ছিল, নির্বাচন করব না। কিন্তু তারা অংশ নেয়।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এবার এরশাদকে তারা সঙ্গে রেখেছে। এরশাদ হলো তাদের দুই নম্বর টিম। এজন্য এরশাদকে তারা রেডি করছে। আওয়ামী লীগ না হলে এরশাদকে নিয়ে পার করবে। কিন্তু এরশাদের আর সেই ইয়ে নেই। মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা নেই। মানুষ বুঝেছে এরশাদ কি জিনিস। এরশাদ ওই একই জিনিস- দুর্নীতি করা, লুটপাট করা ।’

বিএনপিনেত্রী সরকারের সমালোচনা  করে বলেন, ‘আমাদের নামে অনেক মামলা। প্রত্যেক সপ্তায়-সপ্তায় গিয়ে হাজিরা দিতে হয়। কিন্তু এরশাদের মামলা প্রত্যেকটা বন্ধ। সরকার একটা মুলো ঝুলিয়ে রেখেছে ।না হয় জেলে নেবে। যখনই তারিখ আসে, তখনই পরিবর্তন করে।’ 

জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় আরও  উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,  স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রমুখ।

দেশে কোনও প্রতিষ্ঠান ঠিকমত চলছে না মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘দেশে কোনও গণতন্ত্র নেই। ন্যায় বিচার নেই। মানুষের কথা বলার অধিকার নেই। মানুষ আজ  অসহায়। কিন্তু শুধু বিএনপির দিকে তাকিয়ে থাকলে চলবে না। যার যার অবস্থান থেকে কথা বলতে হবে।’

‘জিয়াউর রহমান দেশে গণতন্ত্র এনেছেন। খালেদা জিয়া কে, তিনি কি  কাজ করছেন-এসব তথ্য শিক্ষার্থীদের জানানোর’ পরামর্শ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

তিনি বলেন, ‘আপনাদের কাছে যারা আসে, যাদের বয়স এখন ১৮ হয়েছে, তারা হয়তো জিয়াউর রহমান বা খালেদা জিয়াকে চেনে না, জানে না। আপনারা শিক্ষক, এ দায়িত্বটাতো আপনাদের নিতে হবে। আপনারা তাদেরকে জানাবেন, জিয়াউর রহমান কে ছিলেন, খালেদা জিয়া কে, কি জন্য, কি নিয়ে কাজ করছেন, তার যে আরও সহকর্মী আছে, তাদের সকলের কথাই জানানোর দরকার (পাশে বসা বিএনপির সিনিয়র নেতাদের দিকে ইঙ্গিত করে)।’

খালেদা জিয়া আরও বলেন, ‘আমরাতো দীর্ঘদিন এ দেশে রাজনীতি করছি। এদেশে জিয়াউর রহমান গণতন্ত্র  এনেছেন। ছেলেপেলেরা কিছুই জানে না। তারা এটাও জানে না যে, দেশে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল। একদলীয় শাসনে সব হারিয়ে গিয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। বিচার বিভাগের স্বাধীনতা ছিল না। এসব কথা ছেলেমেয়েদের জানান। ছেলেরা ক্লাসে আসে, এটাও জানি যে এসব কথা ক্লাসে বলা সম্ভব না। কিন্তু ক্লাসের পরেও তো বলা সম্ভব।’ বিএনপি নেত্রী যোগ করেন, ‘তাদের সঙ্গে আলাদা করে কথা বলে অনেক কিছু তাদেরকে জানাতে পারেন। তাদেরকে একটা কাগজ ধরিয়ে দিতে পারেন, এসব বিষয়ে। তাদের বলবেন, এই কাগজটা তুমি তোমার বন্ধুবান্ধব আরও দশজনকে দেবে। যাতে তারা জানতে পারে। শুধু নামমাত্র জিয়া পরিষদ আছে, তাহলে কিন্তু হবে না।’

এসটিএস/এপিএইচ/

আরও পড়ুন: 

‘ইউনূস গংদের টাকায় ডব্লিউইএফের সভায় রামপালের বিরুদ্ধে বলা হয়েছে’

হিসাব না দেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করবে ইউজিসি

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার